নাইজেরিয়ার এক বিশ্ববিদ্যালয়ের চিড়িয়াখানার পরিচালক সিংহের হামলায় নিহত হয়েছেন। প্রায় এক দশক ধরে ওই সিংহের দেখাশোনা করছিলেন তিনি। দেশটির দক্ষিণ-পশ্চিমে ওসুন প্রদেশে অবস্থিত ওবাফেমি আওলোও ইউনিভার্সিটির চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিড়িয়াখানার সিংহকে খাবার খাওয়ানোর সময় পশু চিকিৎসা বিশেষজ্ঞ ওলাবোদে ওলাউয়ি হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও তাঁরা ব্যর্থ হন। ৯ বছর আগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সিংহগুলোর জন্মের পর থেকেই এদের দেখাশোনা করছিলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা আবিওদুন ওলারেওয়াজু এক বিবৃতিতে বলেন, ‘আমরা বুঝতে পারছি না, সিংহটির এমন কী হলো যে সে তাঁর ওপর হামলা করে বসল, এটি দুঃখজনক! আমরা তাঁকে দায়িত্ব পালনকালে হারিয়েছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিহতের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আদেবায়ো সিমিওন বামিরে বলেন, এ ঘটনায় তিনি ‘দুঃখিত’ এবং ‘ঘটনার তাৎক্ষণিক কারণ’ অনুসন্ধানের পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতা আব্বাস আকিনরেমি নাইজেরিয়ার পত্রিকা ভ্যানগার্ডকে বলেন, চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভুল থেকেই এ ঘটনা ঘটেছে। সিংহদের খাবার দেওয়ার পর চিড়িয়াখানা পরিচালক দরজা বন্ধ করতে ভুলে যান।
এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলেছেন তিনি। নিহত চিড়িয়াখানা পরিচালকের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘তিনি ভালো ও বিনয়ী মানুষ ছিলেন। আমরা যখনই চিড়িয়াখানায় যেতাম, তিনি আমাদের সাদরে গ্রহণ করতেন।’
নাইজেরিয়ার এক বিশ্ববিদ্যালয়ের চিড়িয়াখানার পরিচালক সিংহের হামলায় নিহত হয়েছেন। প্রায় এক দশক ধরে ওই সিংহের দেখাশোনা করছিলেন তিনি। দেশটির দক্ষিণ-পশ্চিমে ওসুন প্রদেশে অবস্থিত ওবাফেমি আওলোও ইউনিভার্সিটির চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিড়িয়াখানার সিংহকে খাবার খাওয়ানোর সময় পশু চিকিৎসা বিশেষজ্ঞ ওলাবোদে ওলাউয়ি হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও তাঁরা ব্যর্থ হন। ৯ বছর আগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সিংহগুলোর জন্মের পর থেকেই এদের দেখাশোনা করছিলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা আবিওদুন ওলারেওয়াজু এক বিবৃতিতে বলেন, ‘আমরা বুঝতে পারছি না, সিংহটির এমন কী হলো যে সে তাঁর ওপর হামলা করে বসল, এটি দুঃখজনক! আমরা তাঁকে দায়িত্ব পালনকালে হারিয়েছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিহতের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আদেবায়ো সিমিওন বামিরে বলেন, এ ঘটনায় তিনি ‘দুঃখিত’ এবং ‘ঘটনার তাৎক্ষণিক কারণ’ অনুসন্ধানের পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতা আব্বাস আকিনরেমি নাইজেরিয়ার পত্রিকা ভ্যানগার্ডকে বলেন, চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভুল থেকেই এ ঘটনা ঘটেছে। সিংহদের খাবার দেওয়ার পর চিড়িয়াখানা পরিচালক দরজা বন্ধ করতে ভুলে যান।
এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলেছেন তিনি। নিহত চিড়িয়াখানা পরিচালকের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘তিনি ভালো ও বিনয়ী মানুষ ছিলেন। আমরা যখনই চিড়িয়াখানায় যেতাম, তিনি আমাদের সাদরে গ্রহণ করতেন।’
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১ ঘণ্টা আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
২ দিন আগে