যুক্তরাষ্ট্রে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে লাইসেন্সহীন এক স্পাতে ভ্যাম্পায়ার ফেসিয়াল করে এইচআইভি সংক্রমিত হয়েছেন তিন নারী। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ফেসিয়ালের সময় কসমেটিক ইনজেকশন নেওয়ার সময় এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন তারা।
রূপচর্চার প্রক্রিয়ার সময় এইডসে আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম। সৌন্দর্য বর্ধনের জন্য অস্ত্রোপচারের মাধ্যমে ফেসলিফটের চেয়ে তুলনামূলক সাশ্রয়ী ও কম জটিল বিকল্প হিসেবে ধরা হয় ভ্যাম্পায়ার ফেসিয়ালকে। তবে অস্বাস্থ্যকর পরিবেশে করা হলে সাশ্রয়ী এই প্রক্রিয়াও গুরুতর স্বাস্থ্য বিপর্যয়ের কারণ হতে পারে।
ভ্যাম্পায়ার ফেসিয়ালের সময় ব্যক্তির হাত থেকে রক্ত নিয়ে, তা থেকে অণুচক্রিকা আলাদা করে মাইক্রোনিডলিংয়ের মাধ্যমে তা রোগীর চেহারায় প্রবেশ করানো হয়। এই প্রক্রিয়াকে প্লাটিলেট–রিচ প্লাজমা বা পিআরপিও বলা হয়। এই ফেসিয়ালের মাধ্যমে মুখের লোমকূপের আকার ছোট হয়, বলিরেখা দূর হয় এবং ত্বক পুনরুজ্জীবিত হয় বলে প্রচার করা হয়।
সিডিসির প্রতিবেদনে বলা হয়েছে, এইচআইভির ঝুঁকিতে নেই এমন অনেকেই হয়তো ভ্যাম্পায়ার ফেসিয়ালের মাধ্যমে ভাইরাসে সংক্রমিত হয়েছে। জীবাণুমুক্ত নয় এমন কসমেটিক ইনজেকশন সেবার কারণে এইচআইভি সংক্রমণের ঘটনা এটিই প্রথম।
২০১৮ সালে বাইরে ভ্রমণ করার সময় স্পা এর এক গ্রাহক এইডসে আক্রান্ত হওয়ার পর সিডিসি অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে। আরেক গ্রাহকের ২০১৮ সালে জীবন বিমার জন্য স্বাস্থ্য পরীক্ষা করার সময় তার এইচআইভি সংক্রমণ ধরা পড়ে। এক বছর আগে পর্যন্ত নিজের এইচআইভি সংক্রমণ সম্পর্কে অজ্ঞাত ছিলেন তৃতীয় গ্রাহক। এক বছর আগে এইডস সম্পর্কিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলে তার এইচআইভি সংক্রমণ ধরা পড়ে।
সিডিসির বর্ণিত ঘটনাগুলো লাইসেন্সহীন স্পা পৃষ্ঠপোষকতার ঝুঁকি নির্দেশ করে। লাইসেন্সবিহীন এই স্পা এর নাম প্রকাশ না করলেও ২০১৮ সালে নিউ মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ আলবুকার্কের ভিআইপি স্পা বন্ধ করে দেয়। অঙ্গরাজ্য পরিদর্শকেরা এই স্পা তে এমন কিছু চর্চার আলামত পেয়েছিল যা গ্রাহকদের মধ্যে এইচআইভি সহ রক্তবাহিত সংক্রমণ ছড়িয়ে দিতে পারে। স্পাটির রান্নাঘরের কাউন্টারে রক্তের লেবেলবিহীন টিউব রাখা ছিল এবং এর পাশাপাশি রান্নাঘরের ফ্রিজে খাবারের সঙ্গে অন্যান্য ইনজেকশন জমা রাখা ছিল।
ভিআইপি স্পা এর সাবেক মালিক মারিয়া রামোস ডি রুইজ ২০২২ সালের জুনে লাইসেন্স ছাড়াই মেডিসিন অনুশীলনের পাঁচটি গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হন। তাঁর সাড়ে তিন বছরের কারাদণ্ড হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ কিম কার্দাশিয়ান ২০১৩ সালে এই ফেসিয়াল করিয়েছিলেন। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পর তিনি নিজের রক্তাক্ত মুখের ছবিও পোস্ট করেন। এর পর থেকে তিনি এই ফেসিয়ালের বিরোধিতা করেন।
যুক্তরাষ্ট্রে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে লাইসেন্সহীন এক স্পাতে ভ্যাম্পায়ার ফেসিয়াল করে এইচআইভি সংক্রমিত হয়েছেন তিন নারী। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ফেসিয়ালের সময় কসমেটিক ইনজেকশন নেওয়ার সময় এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন তারা।
রূপচর্চার প্রক্রিয়ার সময় এইডসে আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম। সৌন্দর্য বর্ধনের জন্য অস্ত্রোপচারের মাধ্যমে ফেসলিফটের চেয়ে তুলনামূলক সাশ্রয়ী ও কম জটিল বিকল্প হিসেবে ধরা হয় ভ্যাম্পায়ার ফেসিয়ালকে। তবে অস্বাস্থ্যকর পরিবেশে করা হলে সাশ্রয়ী এই প্রক্রিয়াও গুরুতর স্বাস্থ্য বিপর্যয়ের কারণ হতে পারে।
ভ্যাম্পায়ার ফেসিয়ালের সময় ব্যক্তির হাত থেকে রক্ত নিয়ে, তা থেকে অণুচক্রিকা আলাদা করে মাইক্রোনিডলিংয়ের মাধ্যমে তা রোগীর চেহারায় প্রবেশ করানো হয়। এই প্রক্রিয়াকে প্লাটিলেট–রিচ প্লাজমা বা পিআরপিও বলা হয়। এই ফেসিয়ালের মাধ্যমে মুখের লোমকূপের আকার ছোট হয়, বলিরেখা দূর হয় এবং ত্বক পুনরুজ্জীবিত হয় বলে প্রচার করা হয়।
সিডিসির প্রতিবেদনে বলা হয়েছে, এইচআইভির ঝুঁকিতে নেই এমন অনেকেই হয়তো ভ্যাম্পায়ার ফেসিয়ালের মাধ্যমে ভাইরাসে সংক্রমিত হয়েছে। জীবাণুমুক্ত নয় এমন কসমেটিক ইনজেকশন সেবার কারণে এইচআইভি সংক্রমণের ঘটনা এটিই প্রথম।
২০১৮ সালে বাইরে ভ্রমণ করার সময় স্পা এর এক গ্রাহক এইডসে আক্রান্ত হওয়ার পর সিডিসি অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে। আরেক গ্রাহকের ২০১৮ সালে জীবন বিমার জন্য স্বাস্থ্য পরীক্ষা করার সময় তার এইচআইভি সংক্রমণ ধরা পড়ে। এক বছর আগে পর্যন্ত নিজের এইচআইভি সংক্রমণ সম্পর্কে অজ্ঞাত ছিলেন তৃতীয় গ্রাহক। এক বছর আগে এইডস সম্পর্কিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলে তার এইচআইভি সংক্রমণ ধরা পড়ে।
সিডিসির বর্ণিত ঘটনাগুলো লাইসেন্সহীন স্পা পৃষ্ঠপোষকতার ঝুঁকি নির্দেশ করে। লাইসেন্সবিহীন এই স্পা এর নাম প্রকাশ না করলেও ২০১৮ সালে নিউ মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ আলবুকার্কের ভিআইপি স্পা বন্ধ করে দেয়। অঙ্গরাজ্য পরিদর্শকেরা এই স্পা তে এমন কিছু চর্চার আলামত পেয়েছিল যা গ্রাহকদের মধ্যে এইচআইভি সহ রক্তবাহিত সংক্রমণ ছড়িয়ে দিতে পারে। স্পাটির রান্নাঘরের কাউন্টারে রক্তের লেবেলবিহীন টিউব রাখা ছিল এবং এর পাশাপাশি রান্নাঘরের ফ্রিজে খাবারের সঙ্গে অন্যান্য ইনজেকশন জমা রাখা ছিল।
ভিআইপি স্পা এর সাবেক মালিক মারিয়া রামোস ডি রুইজ ২০২২ সালের জুনে লাইসেন্স ছাড়াই মেডিসিন অনুশীলনের পাঁচটি গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হন। তাঁর সাড়ে তিন বছরের কারাদণ্ড হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ কিম কার্দাশিয়ান ২০১৩ সালে এই ফেসিয়াল করিয়েছিলেন। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পর তিনি নিজের রক্তাক্ত মুখের ছবিও পোস্ট করেন। এর পর থেকে তিনি এই ফেসিয়ালের বিরোধিতা করেন।
ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
১৮ ঘণ্টা আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
১৮ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে বড় হাঁ বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের...
৩ দিন আগেফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক...
৪ দিন আগে