যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে।
গত ১ নভেম্বর এ আদেশ দেন আদালত। তবে ঘটনাটি ঘটে ২০২২ সালে। ওই সময় মেয়েটি সিডার নামের ছাগলটিকে পুষছিল। পরিবারটি শাস্টা ডিস্ট্রিক্ট ফেয়ারে কম বয়স্ক গবাদিপশুর নিলামের জন্য ছাগলটির নাম নথিবদ্ধ করে। তবে পরে মেয়েটি কোনোভাবেই ছাগলটাকে দিতে রাজি হয়নি। পরিবারের পক্ষ থেকেও নিলামে না তোলার জন্য অনুরোধ করা হয়। কিন্তু মেলা কর্তৃপক্ষ জানায়, নাম প্রত্যাহারের কোনো সুযোগ নেই।
মেয়েটির মা জেসিকা লং পশুটিকে বাঁচানোর জন্য পরিবারের আপ্রাণ চেষ্টার পরও ছাগলটি বিক্রি এবং জবই করার জন্য শেরিফের অফিসের বিরুদ্ধে ফেডারেল কোর্টে মামলা করেন। মিসেস লং এমনকি সিডারকে সুরক্ষিত রাখার জন্য ৩২০ কিলোমিটার দূরে সোনোমা কাউন্টির একটি খামারে নিয়ে গিয়েছিলেন।
এদিকে শাস্টা ডিস্ট্রিক্ট ফেয়ারের প্রধান নির্বাহী বি জে ম্যাকফারলেন ছাগল ফেরত না দিলে বড় চুরির অভিযোগ আনার হুমকি দেন লংকে। পরে, শাস্টা কাউন্টি শেরিফের দুজন ডেপুটি খামারে গিয়ে ছাগলটিকে আটক করে। আদালতের নথিতে যোগ করা হয়েছে, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের খামারে তল্লাশি এবং সিডারকে জব্দ করার কোনো ওয়ারেন্ট ছিল না।
পরিবারের আবেদন উপেক্ষা করে, সিডারকে নিলামে ৯০২ ডলারে বিক্রি করা হয়েছিল মাংসের জন্য। যার মধ্যে মেলা কর্তৃপক্ষ পায় ৬৩ ডলার। পরে ছাগলটিকে জবাই করা হয়।
মিসেস লং জানান, এ ঘটনা তাঁর মেয়েটিকে প্রচণ্ড কষ্ট দেয়। সে খুব কেঁদেছিল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে।
গত ১ নভেম্বর এ আদেশ দেন আদালত। তবে ঘটনাটি ঘটে ২০২২ সালে। ওই সময় মেয়েটি সিডার নামের ছাগলটিকে পুষছিল। পরিবারটি শাস্টা ডিস্ট্রিক্ট ফেয়ারে কম বয়স্ক গবাদিপশুর নিলামের জন্য ছাগলটির নাম নথিবদ্ধ করে। তবে পরে মেয়েটি কোনোভাবেই ছাগলটাকে দিতে রাজি হয়নি। পরিবারের পক্ষ থেকেও নিলামে না তোলার জন্য অনুরোধ করা হয়। কিন্তু মেলা কর্তৃপক্ষ জানায়, নাম প্রত্যাহারের কোনো সুযোগ নেই।
মেয়েটির মা জেসিকা লং পশুটিকে বাঁচানোর জন্য পরিবারের আপ্রাণ চেষ্টার পরও ছাগলটি বিক্রি এবং জবই করার জন্য শেরিফের অফিসের বিরুদ্ধে ফেডারেল কোর্টে মামলা করেন। মিসেস লং এমনকি সিডারকে সুরক্ষিত রাখার জন্য ৩২০ কিলোমিটার দূরে সোনোমা কাউন্টির একটি খামারে নিয়ে গিয়েছিলেন।
এদিকে শাস্টা ডিস্ট্রিক্ট ফেয়ারের প্রধান নির্বাহী বি জে ম্যাকফারলেন ছাগল ফেরত না দিলে বড় চুরির অভিযোগ আনার হুমকি দেন লংকে। পরে, শাস্টা কাউন্টি শেরিফের দুজন ডেপুটি খামারে গিয়ে ছাগলটিকে আটক করে। আদালতের নথিতে যোগ করা হয়েছে, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের খামারে তল্লাশি এবং সিডারকে জব্দ করার কোনো ওয়ারেন্ট ছিল না।
পরিবারের আবেদন উপেক্ষা করে, সিডারকে নিলামে ৯০২ ডলারে বিক্রি করা হয়েছিল মাংসের জন্য। যার মধ্যে মেলা কর্তৃপক্ষ পায় ৬৩ ডলার। পরে ছাগলটিকে জবাই করা হয়।
মিসেস লং জানান, এ ঘটনা তাঁর মেয়েটিকে প্রচণ্ড কষ্ট দেয়। সে খুব কেঁদেছিল।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৭ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
৯ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৫ দিন আগে