Ajker Patrika

মোজায় ঢুকিয়ে কচ্ছপ পাচার করতে চেয়েছিলেন তিনি, অতঃপর...

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১১: ৫২
মোজায় ঢুকিয়ে কচ্ছপ পাচার করতে চেয়েছিলেন তিনি, অতঃপর...

মানুষ কতভাবেই না বন্যপ্রাণী পাচারের চেষ্টা করে! যেমন হংকংয়ের এক ব্যক্তি কয়েকটি মোজার ভেতর পুরে ৪০টি কচ্ছপ পাচার করতে চেয়েছিলেন। যদিও শেষ রক্ষা হয়নি এতে।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। ৫৩ বছর বয়স্ক সাই কুং তিনকে গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার প্রসিকিউটররা আইন অমান্য করে পণ্য রপ্তানির চেষ্টা করায় অভিযুক্ত করে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে।

সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার ইউএস অ্যাটর্নি অফিস জানিয়েছে, ৪০টি ইস্টার্ন বক্স টার্টলকে সাই কুং তিন তাঁর মোজার ভেতরে পুরে রেখেছিলেন, যেন এদের শব্দ চাপা পড়ে। 

অবশ্য সম্প্রতি দোষী প্রমাণিত হলেও ঘটনাটি ২০২৩ সালের জুনের। ১০০ বছর পর্যন্ত বাঁচা এই কচ্ছপদের পার্সেলের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে চীনে পাঠানোর চেষ্টা করছিলেন সাই কুই তিন।

জি ইয়ারলং নামের একজনের নামে চারটি পার্সেলে পাঠানো হচ্ছিল কচ্ছপগুলো। ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টররা লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় শহর টরেন্সের একটি ডাক ফ্যাসিলিটি থেকে এগুলো জব্দ করেন।

মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার আগে কুং তিনের হংকংয়ের বাড়িতে বাক্সগুলো পাঠানো হচ্ছিল। স্বাভাবিকভাবেই কচ্ছপ হিসেবে এদের পার্সেলে পোরা হয়নি, পাঠানো হচ্ছিল বাদাম এবং চকলেট কুকিজ পরিচয়ে।

অ্যাটর্নির অফিস বলেছে, আদালতের কাগজপত্র অনুসারে আট থেকে ১২টি করে জ্যান্ত ইস্টার্ন বক্স কচ্ছপ তিনটি পার্সেলে ছিল। সবগুলোকে পার্সেলের মধ্যে মোজায় পুরে রাখা হয়। চতুর্থ পার্সেলে সাতটি জীবিত ইস্টার্ন বক্স কচ্ছপ এবং একটি মৃত কচ্ছপ ছিল।

ইস্টার্ন বক্স কচ্ছপের জলপাই-বাদামি খোলে হলুদ এবং কমলা দাগের জন্য বিখ্যাত। পূর্ব যুক্তরাষ্ট্রের জলাভূমি এবং বনভূমিতে এদের পাওয়া যায়।

প্রজাতিটি ফেডারেল আইন এবং বিপন্ন প্রজাতির বন্য উদ্ভিদ ও প্রাণীর আন্তর্জাতিক বাণিজ্যের কনভেনশনের (সিআইটিইএস) অধীনে সংরক্ষিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত