রজত কান্তি রায়, ঢাকা
শুনিতে পাইতেছি, কোকিল ডাকিতেছে। কেন ডাকিতেছে? আমার বিশ্বাস, বসন্তকাল না হইলে কোকিল ডাকিত না। তাহার মানেই হইল, বসন্তকাল দুয়ারে আসিয়া উপস্থিত হইয়াছে। কিন্তু ইহাও শুনিতে পাইতেছি, উত্তরাকাশে গুড়ুম গুড়ুম শব্দ হইতেছে।
সে শব্দ শুনিয়া আমার পূর্বপুরুষ পূর্ণচন্দ্র খাচুয়া প্রথমে ভাবিয়া বসিলেন, পুতিনের পেট খারাপ করিয়াছে কিংবা জেলেনস্কি ব্যাপক ভয় পাইয়া রেচকবায়ু ত্যাগ করিয়াছেন। এই পর্যন্ত ঠিকই ছিল। যেহেতু আমাদের গ্রামের বাড়ির উত্তরের বিলে দাঁড়াইলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তাই আমরা সব সময় ভাবিয়া আসিয়াছি, রুশ ভূখণ্ড তার কয়েক মাইল উত্তরেই কোথাও অবস্থিত। শীতের শেষ হইলেও উত্তরে বায়ুর প্রবাহ এখনো শেষ হয় নাই। তাই পুতিনের পেট খারাপের গুড়ুম গুড়ুম শব্দ কিংবা জেলেনস্কির রেচকবায়ু ত্যাগের শব্দ আমাদের গ্রাম হইতে শোনা যাইতেই পারে। কিন্তু না। ঘটিল একেবারে ভিন্ন এক ঘটনা। এবং যাহার সমসাময়িক মানুষেরা ‘খচ্চর’ বলিয়া তাঁহার বিষয়ে সম্যক ধারণা রাখিতেন, আমার সেই জ্যোতির্ময় পূর্বপুরুষ পূর্ণচন্দ্র খাচুয়া ভীষণ ভয় পাইয়া মর্ত্যে উপস্থিত হইলেন। আর সেই সময়ই কোকিলের কুহু তান শোনা গেল।
কহিলেন, ভ্রাতো…
কহিলাম, নাতির ছেলে হইলে সাধারণত মুরব্বিদের জ্যেঠু বলিয়া সম্বোধন করিবার রেওয়াজ আছে আমাদিগের। আপনি কি সেই সম্পর্কে ইতি টানিতে চাহিতেছেন?
তিনি কহিলেন, এত চেতিতেছ কেন? আগে বল, শব্দ কিসের?
কহিলাম, কোন শব্দ?
তিনি কহিলেন, ওই যে উত্তরাকাশ ভেদিয়া গুরুগম্ভীর নাদে যে শব্দ আমাদিগের কানে আসিয়া উপস্থিত হইতেছে।
কহিলাম, সে তো অনেক শব্দই আসিতেছে। উত্তরাকাশ ভেদ করিয়া নীলোর কলকল লাস্যধ্বনীও উপস্থিত হইতেছে।
এইবার তিনি কিয়ৎক্ষণ খাম মারিয়া, চক্ষু মুদিয়া থাকিয়া নিমীলিত চক্ষে কহিলেন, সে বিলোল কটাক্ষ ভুলি নাই। সেই কটাক্ষই আমাকে… থাক। সেসব কথা ভাবিলে বুকের বাম দিকে চিন চিন করিয়া ওঠে।
কহিলাম, শব্দ তো এক নয়। অনেক। কোন শব্দের কথা কহিতেছেন?
তিনি কহিলেন, ওই যে গুরুগম্ভীর নাদের গুরু গুরু শব্দ। উত্তর দিক হইতে আসিতেছে।
আমরা ছাদে বসিয়া গল্প করিতেছিলাম। পাশেই ছাদ সমান উঁচু এক আমগাছ। সেই গাছটাকে বর্ডার মানিয়া তার পাশেই আরেক ছাদ। সেই ছাদের পাশেই চিলেকোঠা। সেই চিলেকোঠা, আর আমাদের ছাদের মধ্যে ইউরোপ, আর ন্যাটোর মতো সম্পর্ক। সেই চিলেকোঠায় যে থাকে, আমি তাহাকে প্রতিদিন বৈকাল বেলা গভীরভাবে চিনিবার চেষ্টা করি। আজও তাই করিতেছিলাম। সেই সময় কোকিল ডাকিতেছিল। আমি পূর্ণচন্দ্র খাচুয়াকে পরিপূর্ণভাবে অবজ্ঞা করিয়া রেলিংয়ের দিকে আগাইয়া গেলাম। চিলেকোঠায় লাইট জ্বলিতেছে। চোখাচোখি হইতেই আমি উত্তরাকাশে কান পাতিয়া গভীর মনঃসংযোগে গুড়ুগুড়ু শব্দ শুনিতে চেষ্টা করিলাম বাম কানে। ডান কানে শুনিলাম, ‘দেখ দেখ। তাকাচ্ছেই না।’
আমার হৃদয় পুড়িয়া ছারখার হইয়া গেল। তদুপরি আমি মনঃসংযোগ ধরিয়া রাখিয়া উত্তরাকাশের গুড়ুগুড়ু শব্দ শুনিতে লাগিলাম বাম কানে। আর ডান কানে নানাবিধ কন্টকসদৃশ কথামালা।
পূর্ণচন্দ্র খাচুয়া বলিলেন, পুতিনের প্যাট খারাপ হইছে। সেই প্যাটের গুড়গুড় শব্দ আইতেছে। আর বোমার কথা শুনিয়া জেলেনস্কি…
কহিলাম, হুম। কিন্তু এই কয়দিনে দেখেন কত মানুষ মারা…
তিনি কহিলেন, কোলেটরাল ড্যামেজ দরকার হয় কখনো কখনো। ওই দেখ, চিলেকোঠার লাইট বন্ধ হয়ে গেছে।
শুনিতে পাইতেছি, কোকিল ডাকিতেছে। কেন ডাকিতেছে? আমার বিশ্বাস, বসন্তকাল না হইলে কোকিল ডাকিত না। তাহার মানেই হইল, বসন্তকাল দুয়ারে আসিয়া উপস্থিত হইয়াছে। কিন্তু ইহাও শুনিতে পাইতেছি, উত্তরাকাশে গুড়ুম গুড়ুম শব্দ হইতেছে।
সে শব্দ শুনিয়া আমার পূর্বপুরুষ পূর্ণচন্দ্র খাচুয়া প্রথমে ভাবিয়া বসিলেন, পুতিনের পেট খারাপ করিয়াছে কিংবা জেলেনস্কি ব্যাপক ভয় পাইয়া রেচকবায়ু ত্যাগ করিয়াছেন। এই পর্যন্ত ঠিকই ছিল। যেহেতু আমাদের গ্রামের বাড়ির উত্তরের বিলে দাঁড়াইলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তাই আমরা সব সময় ভাবিয়া আসিয়াছি, রুশ ভূখণ্ড তার কয়েক মাইল উত্তরেই কোথাও অবস্থিত। শীতের শেষ হইলেও উত্তরে বায়ুর প্রবাহ এখনো শেষ হয় নাই। তাই পুতিনের পেট খারাপের গুড়ুম গুড়ুম শব্দ কিংবা জেলেনস্কির রেচকবায়ু ত্যাগের শব্দ আমাদের গ্রাম হইতে শোনা যাইতেই পারে। কিন্তু না। ঘটিল একেবারে ভিন্ন এক ঘটনা। এবং যাহার সমসাময়িক মানুষেরা ‘খচ্চর’ বলিয়া তাঁহার বিষয়ে সম্যক ধারণা রাখিতেন, আমার সেই জ্যোতির্ময় পূর্বপুরুষ পূর্ণচন্দ্র খাচুয়া ভীষণ ভয় পাইয়া মর্ত্যে উপস্থিত হইলেন। আর সেই সময়ই কোকিলের কুহু তান শোনা গেল।
কহিলেন, ভ্রাতো…
কহিলাম, নাতির ছেলে হইলে সাধারণত মুরব্বিদের জ্যেঠু বলিয়া সম্বোধন করিবার রেওয়াজ আছে আমাদিগের। আপনি কি সেই সম্পর্কে ইতি টানিতে চাহিতেছেন?
তিনি কহিলেন, এত চেতিতেছ কেন? আগে বল, শব্দ কিসের?
কহিলাম, কোন শব্দ?
তিনি কহিলেন, ওই যে উত্তরাকাশ ভেদিয়া গুরুগম্ভীর নাদে যে শব্দ আমাদিগের কানে আসিয়া উপস্থিত হইতেছে।
কহিলাম, সে তো অনেক শব্দই আসিতেছে। উত্তরাকাশ ভেদ করিয়া নীলোর কলকল লাস্যধ্বনীও উপস্থিত হইতেছে।
এইবার তিনি কিয়ৎক্ষণ খাম মারিয়া, চক্ষু মুদিয়া থাকিয়া নিমীলিত চক্ষে কহিলেন, সে বিলোল কটাক্ষ ভুলি নাই। সেই কটাক্ষই আমাকে… থাক। সেসব কথা ভাবিলে বুকের বাম দিকে চিন চিন করিয়া ওঠে।
কহিলাম, শব্দ তো এক নয়। অনেক। কোন শব্দের কথা কহিতেছেন?
তিনি কহিলেন, ওই যে গুরুগম্ভীর নাদের গুরু গুরু শব্দ। উত্তর দিক হইতে আসিতেছে।
আমরা ছাদে বসিয়া গল্প করিতেছিলাম। পাশেই ছাদ সমান উঁচু এক আমগাছ। সেই গাছটাকে বর্ডার মানিয়া তার পাশেই আরেক ছাদ। সেই ছাদের পাশেই চিলেকোঠা। সেই চিলেকোঠা, আর আমাদের ছাদের মধ্যে ইউরোপ, আর ন্যাটোর মতো সম্পর্ক। সেই চিলেকোঠায় যে থাকে, আমি তাহাকে প্রতিদিন বৈকাল বেলা গভীরভাবে চিনিবার চেষ্টা করি। আজও তাই করিতেছিলাম। সেই সময় কোকিল ডাকিতেছিল। আমি পূর্ণচন্দ্র খাচুয়াকে পরিপূর্ণভাবে অবজ্ঞা করিয়া রেলিংয়ের দিকে আগাইয়া গেলাম। চিলেকোঠায় লাইট জ্বলিতেছে। চোখাচোখি হইতেই আমি উত্তরাকাশে কান পাতিয়া গভীর মনঃসংযোগে গুড়ুগুড়ু শব্দ শুনিতে চেষ্টা করিলাম বাম কানে। ডান কানে শুনিলাম, ‘দেখ দেখ। তাকাচ্ছেই না।’
আমার হৃদয় পুড়িয়া ছারখার হইয়া গেল। তদুপরি আমি মনঃসংযোগ ধরিয়া রাখিয়া উত্তরাকাশের গুড়ুগুড়ু শব্দ শুনিতে লাগিলাম বাম কানে। আর ডান কানে নানাবিধ কন্টকসদৃশ কথামালা।
পূর্ণচন্দ্র খাচুয়া বলিলেন, পুতিনের প্যাট খারাপ হইছে। সেই প্যাটের গুড়গুড় শব্দ আইতেছে। আর বোমার কথা শুনিয়া জেলেনস্কি…
কহিলাম, হুম। কিন্তু এই কয়দিনে দেখেন কত মানুষ মারা…
তিনি কহিলেন, কোলেটরাল ড্যামেজ দরকার হয় কখনো কখনো। ওই দেখ, চিলেকোঠার লাইট বন্ধ হয়ে গেছে।
চীনের এক কিশোর ১৬ হাজার ৭০০ ইউয়ান (প্রায় ২ হাজার ৩৫০ ডলার) খরচ করে উচ্চতা বাড়ানোর চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। ছয় মাসের চিকিৎসায় তাঁর উচ্চতা সামান্য বেড়েছিল। তবে চিকিৎসা বন্ধ করার দুই সপ্তাহের মধ্যে আবার আগের উচ্চতায় ফিরে যান তিনি।
২ দিন আগেচীনের এক নারী উদ্যোক্তা তাঁর অধীনস্থ এক বিবাহিত তরুণের প্রেমে পড়েন। প্রেম এতই গভীর হয় যে তিনি তাঁর অধীনস্থ সেই কর্মীকে ৪ লাখ ২০ হাজার ডলার দেন, যেন তিনি তাঁর স্ত্রীকে তালাক দেন। চীনা মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ ইউয়ান।
৩ দিন আগেবিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৮ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৯ দিন আগে