পশ্চিম ফ্রান্সের ছোট্ট এক শহর বুনে। এমনিতে একে নিয়ে মাতামাতির তেমন কোনো কারণ ছিল না। তবে একটি ঘটনায় সাম্প্রতিক সময়ে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়েছে একে ঘিরে। শহরটিতে দুটি রাস্তার সংযোগ স্থলে ও এর আশপাশে অসংখ্য সাদা রেখা টেনে দেওয়া হয়েছে। এই রেখাগুলো একটি আরেকটিকে অতিক্রম করে গোলকধাঁধার মতো তৈরি করেছে।
গত জুলাইয়ে শহরটির রাস্তায় এমন অদ্ভুত ধরনের রেখা টানা হয়। এখানকার মেয়র বলছেন গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে রাখার জন্যই এমন উদ্যোগ।
তুলনামূলক বড় শহর অ্যাঙ্গারস থেকে খুব দূরে নয় বুনে, জনসংখ্যা মোটে ১৭০০। তবে শহরটিতে প্রতিদিন প্রচুর সংখ্যায় গাড়ি চলাচল করে। কারণ ডি৭৪ এবং ডি৮২ নামের আঞ্চলিক দুটো গুরুত্বপূর্ণ সড়ক যেখানে একে অপরকে ছেদ করেছে সেখানে শহরটির অবস্থান। বুনের ভেতর দিয়ে প্রতিদিন প্রায় ২ হাজার ৩০০ গাড়ি যাতায়াত করে। অনেক চালকই শহরের ভেতর দিয়ে গাড়ি ছুটান ১০০ কিলোমিটার গতিতে। অথচ এমন জায়গায় পরিষ্কারভাবে সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটার লেখা আছে।
কীভাবে চালকদের এই অস্বাভাবিক গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ করা যায় তা ভাবছিলেন শহরটির কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত তাঁদের মাথায় আসে রাস্তায় এভাবে একটা আরেকটিকে অতিক্রম করে যাওয়া রেখা টানার কথা। আশ্চর্য ব্যাপার, এই অদ্ভুত কৌশল নাকি কাজও করছে!
‘শহরটির জনসংখ্যা মোটে ১৭০০ হলেও এই অঞ্চলের তিনটি প্রধান সড়ক একে অতিক্রম করে গেছে। বিশেষ করে ওই জায়গাটিতে দুটি রাস্তা অতিক্রম করেছে শহরটিকে। চালকদের জোরে গাড়ি চালানোর অভ্যাসে পরিবর্তন আনা এবং কাজ করবে এমন রোড সাইন খুঁজে বের করাটা মুশকিল হয়ে পড়েছিল।’ বলেন লুয়া-হুচন অঞ্চলের মেয়র জঁ শার্লট পুনো। এই অঞ্চলে পড়েছে বুনেসহ সাতটি ছোট গ্রাম বা শহর।
মেয়র জানান, এলাকাটির নির্বাচিত কর্মকর্তা ও মেট্রোপলিটন এলাকা অ্যাঙ্গারসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ্য ছিল এমন একটা কিছু করা যা চালকদের মনোযোগ আকর্ষণ করা এবং আসলে কী ঘটছে তা যেন তাঁরা বুঝতে পারেন।
মজার ঘটনা স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তুলে বিষয়টি। ফেসবুকে একজন যেমন লেখেন, ‘ভেবেছিলাম এটি একটা তামাশা, কিন্তু আসলে বিষয়টি তা নয়।’
অনেকে আবার এটা বুমেরাং হতে পারে বলে মনে করেন। তাঁরা বলেন গাড়ির গতি কমানোর বদলে বরং এটি চালকদের দ্বিধায় ফেলে দেবে। আরেকজন আবার লেখেন, ‘মেয়র ঠিক আছেন তো, এটা তো একটা ব্যক্তিগত বাগান নয়।’
আরেকজন আবার একে উল্লেখ করেছেন, ‘বোকামি ও মারাত্মক’ হিসেবে। আরেকজন আবার প্রশ্ন রেখেছেন, পথচারীরা কীভাবে এত সব রেখা অতিক্রম করবেন।
তবে পুনো বলেছেন, এটা চূড়ান্ত কোনো বিষয় না। তবে কর্তৃপক্ষ অর্থাৎ তাঁরা দ্রুত এমন একটা কিছু করতে চেয়েছিলেন যেটা গাড়ির গতি কমাতে ভূমিকা রাখবে।
মেয়র জানান, তাঁদের এই অভিনব পদ্ধতি কাজেও লাগছে। চালকদের রাস্তার ওই অংশে ধীরে ধীরেই গাড়ি চালাতে দেখা যাচ্ছে।
‘আমি সচেতন যে এটি বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ব্যাপারে।’ বলেন পুনো।
উল্লেখ্য, ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় ২০ হাজার ৬০০ জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন। এদিকে ২০২১ সালে সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ৫২ শতাংশ ঘটে গ্রামীণ সড়কে।
ইউরোপিয়ান রোড সেফটি অবজারভেটরির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অতিরিক্ত কিংবা অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো রাস্তায় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।’
এদিকে লুয়া-হুচন অঞ্চলের ডেপুটি মেয়র এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নের দায়িত্বে নিয়োজিত গ্রেগওয়ার জুলোও বেশ খুশি তাঁদের এই পিলে চমকে দেওয়া কৌশলের সাফল্যে। তিনি বলেন, রাস্তার বিভ্রান্তিকর রেখাগুলো প্রথম দিন থেকেই কাজ শুরু করে। দেখা গেছে মোটরচালকেরা গাড়ির গতি উল্লেখযোগ্য হারে কমিয়েছেন।
অবশ্য স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন অদ্ভুত এই রেখাগুলো কাজ করার বিষয়টা সাময়িক। যখনই গাড়িচালকেরা এটার সঙ্গে অভ্যস্ত হয়ে যাবেন, তাঁরা আবার দ্রুত গতিতে ফিরে যাবেন। অর্থাৎ কর্তৃপক্ষের এই অদ্ভুত সিদ্ধান্ত কতটা কার্যকর সেটা বোঝার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
সূত্র: অডিটি সেন্ট্রাল, ইউরো নিউজ
পশ্চিম ফ্রান্সের ছোট্ট এক শহর বুনে। এমনিতে একে নিয়ে মাতামাতির তেমন কোনো কারণ ছিল না। তবে একটি ঘটনায় সাম্প্রতিক সময়ে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়েছে একে ঘিরে। শহরটিতে দুটি রাস্তার সংযোগ স্থলে ও এর আশপাশে অসংখ্য সাদা রেখা টেনে দেওয়া হয়েছে। এই রেখাগুলো একটি আরেকটিকে অতিক্রম করে গোলকধাঁধার মতো তৈরি করেছে।
গত জুলাইয়ে শহরটির রাস্তায় এমন অদ্ভুত ধরনের রেখা টানা হয়। এখানকার মেয়র বলছেন গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে রাখার জন্যই এমন উদ্যোগ।
তুলনামূলক বড় শহর অ্যাঙ্গারস থেকে খুব দূরে নয় বুনে, জনসংখ্যা মোটে ১৭০০। তবে শহরটিতে প্রতিদিন প্রচুর সংখ্যায় গাড়ি চলাচল করে। কারণ ডি৭৪ এবং ডি৮২ নামের আঞ্চলিক দুটো গুরুত্বপূর্ণ সড়ক যেখানে একে অপরকে ছেদ করেছে সেখানে শহরটির অবস্থান। বুনের ভেতর দিয়ে প্রতিদিন প্রায় ২ হাজার ৩০০ গাড়ি যাতায়াত করে। অনেক চালকই শহরের ভেতর দিয়ে গাড়ি ছুটান ১০০ কিলোমিটার গতিতে। অথচ এমন জায়গায় পরিষ্কারভাবে সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটার লেখা আছে।
কীভাবে চালকদের এই অস্বাভাবিক গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ করা যায় তা ভাবছিলেন শহরটির কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত তাঁদের মাথায় আসে রাস্তায় এভাবে একটা আরেকটিকে অতিক্রম করে যাওয়া রেখা টানার কথা। আশ্চর্য ব্যাপার, এই অদ্ভুত কৌশল নাকি কাজও করছে!
‘শহরটির জনসংখ্যা মোটে ১৭০০ হলেও এই অঞ্চলের তিনটি প্রধান সড়ক একে অতিক্রম করে গেছে। বিশেষ করে ওই জায়গাটিতে দুটি রাস্তা অতিক্রম করেছে শহরটিকে। চালকদের জোরে গাড়ি চালানোর অভ্যাসে পরিবর্তন আনা এবং কাজ করবে এমন রোড সাইন খুঁজে বের করাটা মুশকিল হয়ে পড়েছিল।’ বলেন লুয়া-হুচন অঞ্চলের মেয়র জঁ শার্লট পুনো। এই অঞ্চলে পড়েছে বুনেসহ সাতটি ছোট গ্রাম বা শহর।
মেয়র জানান, এলাকাটির নির্বাচিত কর্মকর্তা ও মেট্রোপলিটন এলাকা অ্যাঙ্গারসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ্য ছিল এমন একটা কিছু করা যা চালকদের মনোযোগ আকর্ষণ করা এবং আসলে কী ঘটছে তা যেন তাঁরা বুঝতে পারেন।
মজার ঘটনা স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তুলে বিষয়টি। ফেসবুকে একজন যেমন লেখেন, ‘ভেবেছিলাম এটি একটা তামাশা, কিন্তু আসলে বিষয়টি তা নয়।’
অনেকে আবার এটা বুমেরাং হতে পারে বলে মনে করেন। তাঁরা বলেন গাড়ির গতি কমানোর বদলে বরং এটি চালকদের দ্বিধায় ফেলে দেবে। আরেকজন আবার লেখেন, ‘মেয়র ঠিক আছেন তো, এটা তো একটা ব্যক্তিগত বাগান নয়।’
আরেকজন আবার একে উল্লেখ করেছেন, ‘বোকামি ও মারাত্মক’ হিসেবে। আরেকজন আবার প্রশ্ন রেখেছেন, পথচারীরা কীভাবে এত সব রেখা অতিক্রম করবেন।
তবে পুনো বলেছেন, এটা চূড়ান্ত কোনো বিষয় না। তবে কর্তৃপক্ষ অর্থাৎ তাঁরা দ্রুত এমন একটা কিছু করতে চেয়েছিলেন যেটা গাড়ির গতি কমাতে ভূমিকা রাখবে।
মেয়র জানান, তাঁদের এই অভিনব পদ্ধতি কাজেও লাগছে। চালকদের রাস্তার ওই অংশে ধীরে ধীরেই গাড়ি চালাতে দেখা যাচ্ছে।
‘আমি সচেতন যে এটি বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ব্যাপারে।’ বলেন পুনো।
উল্লেখ্য, ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় ২০ হাজার ৬০০ জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন। এদিকে ২০২১ সালে সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ৫২ শতাংশ ঘটে গ্রামীণ সড়কে।
ইউরোপিয়ান রোড সেফটি অবজারভেটরির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অতিরিক্ত কিংবা অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো রাস্তায় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।’
এদিকে লুয়া-হুচন অঞ্চলের ডেপুটি মেয়র এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নের দায়িত্বে নিয়োজিত গ্রেগওয়ার জুলোও বেশ খুশি তাঁদের এই পিলে চমকে দেওয়া কৌশলের সাফল্যে। তিনি বলেন, রাস্তার বিভ্রান্তিকর রেখাগুলো প্রথম দিন থেকেই কাজ শুরু করে। দেখা গেছে মোটরচালকেরা গাড়ির গতি উল্লেখযোগ্য হারে কমিয়েছেন।
অবশ্য স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন অদ্ভুত এই রেখাগুলো কাজ করার বিষয়টা সাময়িক। যখনই গাড়িচালকেরা এটার সঙ্গে অভ্যস্ত হয়ে যাবেন, তাঁরা আবার দ্রুত গতিতে ফিরে যাবেন। অর্থাৎ কর্তৃপক্ষের এই অদ্ভুত সিদ্ধান্ত কতটা কার্যকর সেটা বোঝার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
সূত্র: অডিটি সেন্ট্রাল, ইউরো নিউজ
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে