যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফাস্টফুড চেইন শপ ম্যাকডোনাল্ডসে রেস্টুরেন্ট কর্মীদের সহায়তায় এক নারী সন্তান প্রসব করেছেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, গত ২৩ নভেম্বর আটলান্টা হাসপাতালে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা অ্যালান্দ্রিয়া ওয়ার্থি ও তাঁর বাগ্দত্তা ডিআন্দ্রে ফিলিপস। পথে পেটে চাপ অনুভব করায় ম্যাকডোনাল্ডসে থামেন তাঁরা। এরপর অ্যালান্দ্রিয়া টয়লেটে যান, সেখানে তাঁর প্রসব বেদনা শুরু হয়।
ম্যাকডোনাল্ডসের ম্যানেজার বলেন, ‘ভদ্রমহিলা চিৎকার করে বলছিলেন তাঁর প্রসব বেদনা শুরু হয়েছে। এ সময় গাড়িতে থাকা সঙ্গীকে ডেকে দিতে বলছিলেন তিনি। তাঁকে সন্তান প্রসবে সাহায্য করার জন্য আমার দুই সহকর্মীকে পাঠাই।’
তিনি আরও বলেন, ‘আমার একজন সহকর্মী ৯১১ জরুরি সেবা নম্বরে ফোন করেন। আরেকজন হবু বাবাকে সাহায্য করছিলেন, যিনি বুঝতে পেরেছিলেন যে তাঁর ছোট্ট মেয়েটি খাবারের দোকানেই জন্ম নিতে চলেছে।’
সদ্য বাবা হওয়া ডিআন্দ্রে ফিলিপস নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘ম্যাকডোনাল্ডসের নারীকর্মীরা ওয়ার্থির সামনের দিকে ছিলেন, তাঁর হাত ধরে ছিলেন। আমি ওকে সহায়তা করছিলাম। এবং ১৫ মিনিটেরও কম সময়ের মধ্যে আমাদের মেয়ের জন্ম হয়।’
ফিলিপস আরও বলেন, ‘আমাদের মেয়ে নন্দী আরিয়াহ মোরেমি ফিলিপসের ডাকনাম রেখেছি “লিটল নাগেট”। মা ও সন্তান উভয়ই ভালো আছে।’
এদিকে ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজির মালিক স্টিভ আকিনবোরো জানিয়েছেন, সন্তান প্রসবে সহায়তাকারী কর্মীদের প্রত্যেককে ২৫০ ডলার করে গিফট কার্ড দিচ্ছেন তিনি।
স্টিভ বলেন, ‘আমরা শুধু খাবার পরিবেশন করি না। প্রতিদিনের সুন্দর অনুভূতি এবং মুহূর্তও পরিবেশন করার চেষ্টা করি।’ রেস্টুরেন্ট কর্মীদের সহায়তায় সন্তান প্রসবের ঘটনাটি নিজের টিমের জন্য দারুণ অনুভূতির প্রতীক বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফাস্টফুড চেইন শপ ম্যাকডোনাল্ডসে রেস্টুরেন্ট কর্মীদের সহায়তায় এক নারী সন্তান প্রসব করেছেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, গত ২৩ নভেম্বর আটলান্টা হাসপাতালে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা অ্যালান্দ্রিয়া ওয়ার্থি ও তাঁর বাগ্দত্তা ডিআন্দ্রে ফিলিপস। পথে পেটে চাপ অনুভব করায় ম্যাকডোনাল্ডসে থামেন তাঁরা। এরপর অ্যালান্দ্রিয়া টয়লেটে যান, সেখানে তাঁর প্রসব বেদনা শুরু হয়।
ম্যাকডোনাল্ডসের ম্যানেজার বলেন, ‘ভদ্রমহিলা চিৎকার করে বলছিলেন তাঁর প্রসব বেদনা শুরু হয়েছে। এ সময় গাড়িতে থাকা সঙ্গীকে ডেকে দিতে বলছিলেন তিনি। তাঁকে সন্তান প্রসবে সাহায্য করার জন্য আমার দুই সহকর্মীকে পাঠাই।’
তিনি আরও বলেন, ‘আমার একজন সহকর্মী ৯১১ জরুরি সেবা নম্বরে ফোন করেন। আরেকজন হবু বাবাকে সাহায্য করছিলেন, যিনি বুঝতে পেরেছিলেন যে তাঁর ছোট্ট মেয়েটি খাবারের দোকানেই জন্ম নিতে চলেছে।’
সদ্য বাবা হওয়া ডিআন্দ্রে ফিলিপস নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘ম্যাকডোনাল্ডসের নারীকর্মীরা ওয়ার্থির সামনের দিকে ছিলেন, তাঁর হাত ধরে ছিলেন। আমি ওকে সহায়তা করছিলাম। এবং ১৫ মিনিটেরও কম সময়ের মধ্যে আমাদের মেয়ের জন্ম হয়।’
ফিলিপস আরও বলেন, ‘আমাদের মেয়ে নন্দী আরিয়াহ মোরেমি ফিলিপসের ডাকনাম রেখেছি “লিটল নাগেট”। মা ও সন্তান উভয়ই ভালো আছে।’
এদিকে ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজির মালিক স্টিভ আকিনবোরো জানিয়েছেন, সন্তান প্রসবে সহায়তাকারী কর্মীদের প্রত্যেককে ২৫০ ডলার করে গিফট কার্ড দিচ্ছেন তিনি।
স্টিভ বলেন, ‘আমরা শুধু খাবার পরিবেশন করি না। প্রতিদিনের সুন্দর অনুভূতি এবং মুহূর্তও পরিবেশন করার চেষ্টা করি।’ রেস্টুরেন্ট কর্মীদের সহায়তায় সন্তান প্রসবের ঘটনাটি নিজের টিমের জন্য দারুণ অনুভূতির প্রতীক বলেও জানান তিনি।
প্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
২০ ঘণ্টা আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
২ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৩ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৪ দিন আগে