Ajker Patrika

ম্যাকডোনাল্ডসের টয়লেটে সন্তান প্রসব, নাম রাখলেন ‘লিটল নাগেট’

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৮: ১৬
ম্যাকডোনাল্ডসের টয়লেটে সন্তান প্রসব, নাম রাখলেন ‘লিটল নাগেট’

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফাস্টফুড চেইন শপ ম্যাকডোনাল্ডসে রেস্টুরেন্ট কর্মীদের সহায়তায় এক নারী সন্তান প্রসব করেছেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, গত ২৩ নভেম্বর আটলান্টা হাসপাতালে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা অ্যালান্দ্রিয়া ওয়ার্থি ও তাঁর বাগ্‌দত্তা ডিআন্দ্রে ফিলিপস। পথে পেটে চাপ অনুভব করায় ম্যাকডোনাল্ডসে থামেন তাঁরা। এরপর অ্যালান্দ্রিয়া টয়লেটে যান, সেখানে তাঁর প্রসব বেদনা শুরু হয়।

ম্যাকডোনাল্ডসের ম্যানেজার বলেন, ‘ভদ্রমহিলা চিৎকার করে বলছিলেন তাঁর প্রসব বেদনা শুরু হয়েছে। এ সময় গাড়িতে থাকা সঙ্গীকে ডেকে দিতে বলছিলেন তিনি। তাঁকে সন্তান প্রসবে সাহায্য করার জন্য আমার দুই সহকর্মীকে পাঠাই।’

তিনি আরও বলেন, ‘আমার একজন সহকর্মী ৯১১ জরুরি সেবা নম্বরে ফোন করেন। আরেকজন হবু বাবাকে সাহায্য করছিলেন, যিনি বুঝতে পেরেছিলেন যে তাঁর ছোট্ট মেয়েটি খাবারের দোকানেই জন্ম নিতে চলেছে।’

সদ্য বাবা হওয়া ডিআন্দ্রে ফিলিপস নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘ম্যাকডোনাল্ডসের নারীকর্মীরা ওয়ার্থির সামনের দিকে ছিলেন, তাঁর হাত ধরে ছিলেন। আমি ওকে সহায়তা করছিলাম। এবং ১৫ মিনিটেরও কম সময়ের মধ্যে আমাদের মেয়ের জন্ম হয়।’

শিশুটির ডাকনাম রাখা হয়েছে লিটল নাগেটফিলিপস আরও বলেন, ‘আমাদের মেয়ে নন্দী আরিয়াহ মোরেমি ফিলিপসের ডাকনাম রেখেছি “লিটল নাগেট”। মা ও সন্তান উভয়ই ভালো আছে।’ 

এদিকে ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজির মালিক স্টিভ আকিনবোরো জানিয়েছেন, সন্তান প্রসবে সহায়তাকারী কর্মীদের প্রত্যেককে ২৫০ ডলার করে গিফট কার্ড দিচ্ছেন তিনি।

স্টিভ বলেন, ‘আমরা শুধু খাবার পরিবেশন করি না। প্রতিদিনের সুন্দর অনুভূতি এবং মুহূর্তও পরিবেশন করার চেষ্টা করি।’ রেস্টুরেন্ট কর্মীদের সহায়তায় সন্তান প্রসবের ঘটনাটি নিজের টিমের জন্য দারুণ অনুভূতির প্রতীক বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত