বিশ্বের অনেক দেশেই সোমবার ট্রাফিক অস্বাভাবিকভাবে একটু বেশি হয়ে থাকে। দুই দিনের সাপ্তাহিক ছুটির পর অফিস খোলা এর অন্যতম কারণ। প্রচণ্ড যানজটের কারণে প্রায়ই অফিসে পৌঁছাতে দেরি হয় কর্মীদের।
বিষয়টি স্বাভাবিক মনে হলেও, সম্প্রতি অদ্ভুত এক কারণে যানজটের ঘটনা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অফিস যাওয়ার সময় তাঁর গাড়িটি ঘিরে ফেলে শত শত হাঁস। হাঁসের সারি পুরো রাস্তা বন্ধ করে দেয়। ফলে আটকা পড়ে অনেক যানবাহন।
মজার এই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে পোস্ট করার পর ভাইরাল হয়। ভিডিওটি ৬৫ হাজারের বেশি আপভোট পেয়েছে। মন্তব্য পড়েছে কয়েক হাজার।
ভিডিওটি ধারণ করেছেন সাদা গাড়িটির সামনে থাকা গাড়ির ভেতরে বসা এক ব্যক্তি। তিনি ভিডিওটি রেডিটে শেয়ার করে, ‘হাঁস বিশেষজ্ঞদের’ ঘটনাটি ব্যাখ্যা করতে বলেছেন।
একজন ব্যবহারকারী এতে মন্তব্য করেছেন, ‘আপনি আজ দেরি করলেন কেন? হাঁসের কারণে, স্যার’। আরেকজন লিখেছেন, ‘হাঁস কাউন্সিল কথা বলেছে এবং দাবি মেনে নেওয়া হয়েছে’।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমি হাঁস বিশেষজ্ঞ নই। তবে দেখে মনে হচ্ছে প্রতিটি হাঁস তার সামনের হাঁসকে অনুসরণ করছে, যা তাদের সবাইকে একটি বৃত্তে নিয়ে যাচ্ছে।’
১৪ সেকেন্ডের ক্লিপটিতে দেখা যায়, একটি সাদা রঙের গাড়ির চারপাশে শত শত হাঁস এমনভাবে ঘিরে রয়েছে যে চালকের নড়াচড়ার জো নেই। আর কিছু গাড়িকে সাদা গাড়ির পেছনে অপেক্ষা করতে দেখা যায়, কারণ পুরো রাস্তাটি ছিল হাঁসের সারিতে পূর্ণ। তবে ঠিক কোথায় এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্বের অনেক দেশেই সোমবার ট্রাফিক অস্বাভাবিকভাবে একটু বেশি হয়ে থাকে। দুই দিনের সাপ্তাহিক ছুটির পর অফিস খোলা এর অন্যতম কারণ। প্রচণ্ড যানজটের কারণে প্রায়ই অফিসে পৌঁছাতে দেরি হয় কর্মীদের।
বিষয়টি স্বাভাবিক মনে হলেও, সম্প্রতি অদ্ভুত এক কারণে যানজটের ঘটনা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অফিস যাওয়ার সময় তাঁর গাড়িটি ঘিরে ফেলে শত শত হাঁস। হাঁসের সারি পুরো রাস্তা বন্ধ করে দেয়। ফলে আটকা পড়ে অনেক যানবাহন।
মজার এই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে পোস্ট করার পর ভাইরাল হয়। ভিডিওটি ৬৫ হাজারের বেশি আপভোট পেয়েছে। মন্তব্য পড়েছে কয়েক হাজার।
ভিডিওটি ধারণ করেছেন সাদা গাড়িটির সামনে থাকা গাড়ির ভেতরে বসা এক ব্যক্তি। তিনি ভিডিওটি রেডিটে শেয়ার করে, ‘হাঁস বিশেষজ্ঞদের’ ঘটনাটি ব্যাখ্যা করতে বলেছেন।
একজন ব্যবহারকারী এতে মন্তব্য করেছেন, ‘আপনি আজ দেরি করলেন কেন? হাঁসের কারণে, স্যার’। আরেকজন লিখেছেন, ‘হাঁস কাউন্সিল কথা বলেছে এবং দাবি মেনে নেওয়া হয়েছে’।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমি হাঁস বিশেষজ্ঞ নই। তবে দেখে মনে হচ্ছে প্রতিটি হাঁস তার সামনের হাঁসকে অনুসরণ করছে, যা তাদের সবাইকে একটি বৃত্তে নিয়ে যাচ্ছে।’
১৪ সেকেন্ডের ক্লিপটিতে দেখা যায়, একটি সাদা রঙের গাড়ির চারপাশে শত শত হাঁস এমনভাবে ঘিরে রয়েছে যে চালকের নড়াচড়ার জো নেই। আর কিছু গাড়িকে সাদা গাড়ির পেছনে অপেক্ষা করতে দেখা যায়, কারণ পুরো রাস্তাটি ছিল হাঁসের সারিতে পূর্ণ। তবে ঠিক কোথায় এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
১৯ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
২১ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
২৫ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৪ এপ্রিল ২০২৫