Ajker Patrika

হাঁসের কারণে যানজট!

হাঁসের কারণে যানজট!

বিশ্বের অনেক দেশেই সোমবার ট্রাফিক অস্বাভাবিকভাবে একটু বেশি হয়ে থাকে। দুই দিনের সাপ্তাহিক ছুটির পর অফিস খোলা এর অন্যতম কারণ। প্রচণ্ড যানজটের কারণে প্রায়ই অফিসে পৌঁছাতে দেরি হয় কর্মীদের। 

বিষয়টি স্বাভাবিক মনে হলেও, সম্প্রতি অদ্ভুত এক কারণে যানজটের ঘটনা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অফিস যাওয়ার সময় তাঁর গাড়িটি ঘিরে ফেলে শত শত হাঁস। হাঁসের সারি পুরো রাস্তা বন্ধ করে দেয়। ফলে আটকা পড়ে অনেক যানবাহন। 

মজার এই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে পোস্ট করার পর ভাইরাল হয়। ভিডিওটি ৬৫ হাজারের বেশি আপভোট পেয়েছে। মন্তব্য পড়েছে কয়েক হাজার। 

ভিডিওটি ধারণ করেছেন সাদা গাড়িটির সামনে থাকা গাড়ির ভেতরে বসা এক ব্যক্তি। তিনি ভিডিওটি রেডিটে শেয়ার করে, ‘হাঁস বিশেষজ্ঞদের’ ঘটনাটি ব্যাখ্যা করতে বলেছেন। 

একজন ব্যবহারকারী এতে মন্তব্য করেছেন, ‘আপনি আজ দেরি করলেন কেন? হাঁসের কারণে, স্যার’। আরেকজন লিখেছেন, ‘হাঁস কাউন্সিল কথা বলেছে এবং দাবি মেনে নেওয়া হয়েছে’। 

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমি হাঁস বিশেষজ্ঞ নই। তবে দেখে মনে হচ্ছে প্রতিটি হাঁস তার সামনের হাঁসকে অনুসরণ করছে, যা তাদের সবাইকে একটি বৃত্তে নিয়ে যাচ্ছে।’ 

১৪ সেকেন্ডের ক্লিপটিতে দেখা যায়, একটি সাদা রঙের গাড়ির চারপাশে শত শত হাঁস এমনভাবে ঘিরে রয়েছে যে চালকের নড়াচড়ার জো নেই। আর কিছু গাড়িকে সাদা গাড়ির পেছনে অপেক্ষা করতে দেখা যায়, কারণ পুরো রাস্তাটি ছিল হাঁসের সারিতে পূর্ণ। তবে ঠিক কোথায় এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত