স্পাইডারম্যানের প্রতি শিশুদের আগ্রহের শেষ নেই। স্পাইডারম্যান হওয়ার স্বপ্নও দেখে তাদের অনেকে। তবে সবাইকে ছাড়িয়ে গেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার আট বছরের এক বালক। প্রিয় সুপারম্যান হওয়ার জন্য ব্ল্যাক উইডো নামের বিপজ্জনক এক মাকড়সার কামড় খায় সে স্বেচ্ছায়। আর এতে শিশুটির ঠাঁই হয় হাসপাতালে।
মধ্য বলিভিয়ার অরুরা শহরের ধারের জনপদ ভিচুলমায় ঘটে ঘটনাটি। যত দূর জানা যায়, আট বছরের ওই ছেলে, যার নাম প্রকাশ করা হয়নি, বাড়ির পাশের একটি নদীর ধারে খেলছিল। এ সময়ই বড় একটি পাথরে ব্ল্যাক উইডো মাকড়সাটিকে দেখতে পায় সে। এটা যে বিষধর এক মাকড়সা আর তাকে কামড়ালে কী সমস্যা হতে পারে, তা মোটেই চিন্তায় ছিল না শিশুটির। এটাকে হাতে নেয় সে এই আশায়, ওটা তাকে কামড়াবে। মাকড়সাটি তার আশা পূরণ করে।
বাড়িতে ফিরতেই শরীরে ব্যথা অনুভব করতে শুরু করে বালকটি। সেই সঙ্গে মাংসপেশিতে খিঁচুনি ওঠে তার। শুরুতে বাচ্চাটা তার মাকে এ বিষয়ে কিছু বলেনি। তবে একপর্যায়ে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে না পেরে মাকে জানায়, রঙিন একটা মাকড়সা তাকে কামড় দিয়েছে।
দুশ্চিন্তাগ্রস্ত মা শিশুটিকে দ্রুত পার্শ্ববর্তী একটি শহরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে অরুরা শহরের জেনারেল সান জুয়ান ডি ডিওস হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। মাকড়সার কামড়ের কথা শোনার পর শিশুরোগ বিশেষজ্ঞরা অরুরার ডিপার্টমেন্টাল হেলথ সার্ভিসের জুনোটিক ডিজিজেস (জুনোটিক রোগগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী ও ছত্রাকের মতো ক্ষতিকারক জীবাণু দ্বারা সৃষ্টি) প্রোগ্রামের প্রধান আর্নেস্টো ভাসকুয়েজের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ছেলেটিকে কী ধরনের মাকড়সা কামড় দিয়েছে, তা নিশ্চিতে সাহায্য করেন।
‘শিশুটি ঝুঁকির কথা চিন্তা না করে মাকড়সাটিকে তুলে হাতের তালুর উল্টো পাশে বসায়। যেখানে প্রাণীটা কামড় বসায়।’ স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফইকে ভাসকুয়েজ বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ, শিশুটি সুস্থ হয়ে ওঠার পর তাকে জিজ্ঞাসা করা প্রশ্নগুলো থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, মাকড়সাটিকে সে হাতে তুলে নেয় একটি উদ্দেশ্যেই—স্পাইডারম্যান হওয়ার জন্য।’
শিশুটা যে স্পাইডারম্যানের বড় এক ভক্ত, সেটা নিশ্চিত করেছে শিশুটির মা। তবে সে যে ‘মার্ভেলে’র সুপারহিরোর মতো কিছু একটা করে বসবে তা কল্পনাও করেননি তিনি।
কমিক সুপারহিরো স্পাইডারম্যানের মূল কাহিনিতে বলা হয়, হাইস্কুল পড়ুয়া কিশোর পিটার পার্কার তার অসাধারণ ক্ষমতা অর্জন করে তেজস্ক্রিয় এক মাকড়সার কামড় খাওয়ার পর।
সৌভাগ্যক্রমে মাকড়সার কোন প্রজাতিটি শিশুটিকে কামড়েছে নিশ্চিত হওয়ার পর চিকিৎসকেরা সঠিক অ্যান্টিভেনম দিলে আধ ঘণ্টার মধ্যে তার অবস্থা মোটামুটি স্বাভাবিক হয়ে যায়।
‘এই কালো মাকড়সাটা, যার পেছনটা লাল, ব্ল্যাক উইডো মাকড়সা। এরা কাউকে সুপারম্যানে পরিণত করতে পারে না, উল্টো কামড় দিলে জীবনই ঝুঁকিতে পড়ে যায়।’ বলেন ভাসকুয়েজ।
ব্ল্যাক উইডো মাকড়সাদের কামড়ের শিকার বেশির ভাগ মানুষ সাধারণত গুরুতর জটিলতায় ভোগেন না। তবে বিরল ক্ষেত্রে, কিছু উইডো প্রজাতির কামড়ের ফলে শরীরের স্নায়ুগুলোর কার্যকারিতায় মারাত্মক ব্যাঘাতের কারণে মৃত্যুও ঘটতে পারে। শিশু, বয়স্ক এবং অন্য শারীরিক জটিলতায় ভোগা মানুষ ব্ল্যাক উইডোর কামড়ের শিকার হলে বেশি ঝুঁকিতে পড়ার আশঙ্কা আছে।
মজার বিষয় হলো, ২০২০ সালে অনেকটা এ রকম আরেকটি ঘটনা ঘটে, বলিভিয়াতেই। চায়ানটা শহরের তিনটি ছেলে স্পাইডারম্যানে পরিণত হওয়ার জন্য একটি ব্ল্যাক উইডো মাকড়সাকে তাদের কামড় দিতে উৎসাহী করে তুলে। তবে ওই শিশুগুলোও দ্রুত চিকিৎসা পাওয়ায় সুস্থ হয়ে ওঠে।
সূত্র: অডিটি সেন্ট্রাল, নিউজউইক
স্পাইডারম্যানের প্রতি শিশুদের আগ্রহের শেষ নেই। স্পাইডারম্যান হওয়ার স্বপ্নও দেখে তাদের অনেকে। তবে সবাইকে ছাড়িয়ে গেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার আট বছরের এক বালক। প্রিয় সুপারম্যান হওয়ার জন্য ব্ল্যাক উইডো নামের বিপজ্জনক এক মাকড়সার কামড় খায় সে স্বেচ্ছায়। আর এতে শিশুটির ঠাঁই হয় হাসপাতালে।
মধ্য বলিভিয়ার অরুরা শহরের ধারের জনপদ ভিচুলমায় ঘটে ঘটনাটি। যত দূর জানা যায়, আট বছরের ওই ছেলে, যার নাম প্রকাশ করা হয়নি, বাড়ির পাশের একটি নদীর ধারে খেলছিল। এ সময়ই বড় একটি পাথরে ব্ল্যাক উইডো মাকড়সাটিকে দেখতে পায় সে। এটা যে বিষধর এক মাকড়সা আর তাকে কামড়ালে কী সমস্যা হতে পারে, তা মোটেই চিন্তায় ছিল না শিশুটির। এটাকে হাতে নেয় সে এই আশায়, ওটা তাকে কামড়াবে। মাকড়সাটি তার আশা পূরণ করে।
বাড়িতে ফিরতেই শরীরে ব্যথা অনুভব করতে শুরু করে বালকটি। সেই সঙ্গে মাংসপেশিতে খিঁচুনি ওঠে তার। শুরুতে বাচ্চাটা তার মাকে এ বিষয়ে কিছু বলেনি। তবে একপর্যায়ে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে না পেরে মাকে জানায়, রঙিন একটা মাকড়সা তাকে কামড় দিয়েছে।
দুশ্চিন্তাগ্রস্ত মা শিশুটিকে দ্রুত পার্শ্ববর্তী একটি শহরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে অরুরা শহরের জেনারেল সান জুয়ান ডি ডিওস হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। মাকড়সার কামড়ের কথা শোনার পর শিশুরোগ বিশেষজ্ঞরা অরুরার ডিপার্টমেন্টাল হেলথ সার্ভিসের জুনোটিক ডিজিজেস (জুনোটিক রোগগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী ও ছত্রাকের মতো ক্ষতিকারক জীবাণু দ্বারা সৃষ্টি) প্রোগ্রামের প্রধান আর্নেস্টো ভাসকুয়েজের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ছেলেটিকে কী ধরনের মাকড়সা কামড় দিয়েছে, তা নিশ্চিতে সাহায্য করেন।
‘শিশুটি ঝুঁকির কথা চিন্তা না করে মাকড়সাটিকে তুলে হাতের তালুর উল্টো পাশে বসায়। যেখানে প্রাণীটা কামড় বসায়।’ স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফইকে ভাসকুয়েজ বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ, শিশুটি সুস্থ হয়ে ওঠার পর তাকে জিজ্ঞাসা করা প্রশ্নগুলো থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, মাকড়সাটিকে সে হাতে তুলে নেয় একটি উদ্দেশ্যেই—স্পাইডারম্যান হওয়ার জন্য।’
শিশুটা যে স্পাইডারম্যানের বড় এক ভক্ত, সেটা নিশ্চিত করেছে শিশুটির মা। তবে সে যে ‘মার্ভেলে’র সুপারহিরোর মতো কিছু একটা করে বসবে তা কল্পনাও করেননি তিনি।
কমিক সুপারহিরো স্পাইডারম্যানের মূল কাহিনিতে বলা হয়, হাইস্কুল পড়ুয়া কিশোর পিটার পার্কার তার অসাধারণ ক্ষমতা অর্জন করে তেজস্ক্রিয় এক মাকড়সার কামড় খাওয়ার পর।
সৌভাগ্যক্রমে মাকড়সার কোন প্রজাতিটি শিশুটিকে কামড়েছে নিশ্চিত হওয়ার পর চিকিৎসকেরা সঠিক অ্যান্টিভেনম দিলে আধ ঘণ্টার মধ্যে তার অবস্থা মোটামুটি স্বাভাবিক হয়ে যায়।
‘এই কালো মাকড়সাটা, যার পেছনটা লাল, ব্ল্যাক উইডো মাকড়সা। এরা কাউকে সুপারম্যানে পরিণত করতে পারে না, উল্টো কামড় দিলে জীবনই ঝুঁকিতে পড়ে যায়।’ বলেন ভাসকুয়েজ।
ব্ল্যাক উইডো মাকড়সাদের কামড়ের শিকার বেশির ভাগ মানুষ সাধারণত গুরুতর জটিলতায় ভোগেন না। তবে বিরল ক্ষেত্রে, কিছু উইডো প্রজাতির কামড়ের ফলে শরীরের স্নায়ুগুলোর কার্যকারিতায় মারাত্মক ব্যাঘাতের কারণে মৃত্যুও ঘটতে পারে। শিশু, বয়স্ক এবং অন্য শারীরিক জটিলতায় ভোগা মানুষ ব্ল্যাক উইডোর কামড়ের শিকার হলে বেশি ঝুঁকিতে পড়ার আশঙ্কা আছে।
মজার বিষয় হলো, ২০২০ সালে অনেকটা এ রকম আরেকটি ঘটনা ঘটে, বলিভিয়াতেই। চায়ানটা শহরের তিনটি ছেলে স্পাইডারম্যানে পরিণত হওয়ার জন্য একটি ব্ল্যাক উইডো মাকড়সাকে তাদের কামড় দিতে উৎসাহী করে তুলে। তবে ওই শিশুগুলোও দ্রুত চিকিৎসা পাওয়ায় সুস্থ হয়ে ওঠে।
সূত্র: অডিটি সেন্ট্রাল, নিউজউইক
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৪৪ মিনিট আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
২ দিন আগে