প্রেসিডেন্টের জন্য উৎকণ্ঠা ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে
ইরানি বিশ্লেষক আবাস আসলানি আল-জাজিরাকে জানিয়েছেন, ইরানের সবাই রাইসি এবং দুর্ঘটনায় অন্যদের কী হয়েছে তা শোনার জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে। আসলানি বলেন, ‘কেউ জানে না ঠিক কী ঘটেছে। প্রেসিডেন্ট সহ অন্য কর্মকর্তারা কীভাবে কী করছেন এখনো অজানা।