‘সব জিনিসের দাম বেশি মজুরির দাম বাড়ে নাই’
‘ঘরে বাজার নাই, ৫০০ ট্যাহা একজনের কাছে ধার কইরা লইয়া বাজারে আইছি। ১ কেজি বড় মাছ, দুইডা কুমড়া আর ২ মোডা শাখ কিনতেই সব ট্যাহা শেষ। যে ট্যাহা দিয়া আগে বাজার করলে ব্যাগ ভইরা বাজার নিওন গেছে, সেই ট্যাহা দিয়া এখন অর্ধেক ব্যাগ ভরে না।