‘হতাশাগ্রস্ত’ হয়ে জবি ছাত্রের আত্মহত্যা
পরিবারের সদস্যরা বলছেন, মেহেবুল্লাহ তৌসিক (২১) ছাত্র হিসেবে মেধাবী, কিন্তু তিনি হতাশাগ্রস্ত ছিলেন। কী নিয়ে হতাশা সে কথাও কাউকে বলেননি তিনি। চাপা স্বভাবের তৌসিফ কথা বলতেন কম, বন্ধুবান্ধবের সঙ্গেও অন্তরঙ্গ ছিল না। তাই কী অভিমানে তিনি আত্মহত্যা করতে পারেন, সে ব্যাপারে ধারণা নেই কারও।