‘সিটি করপোরেশন মারা গেছে, তাই গায়েবি জানাজা’
গায়েবি জানাজায় অংশ নেওয়া রাজিমুজ্জামান হৃদয় বলেন, ‘সিটি করপোরেশন আমাদের দেওয়া করের টাকায় চললেও, আমাদের দুর্ভোগের দায় নিচ্ছে না। দুই বছর ধরে সড়কের এই দুরবস্থা। আমরা গর্তে নয়, রাস্তায় চলতে চাই। আমরা মনে করি, সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গেছে। তাই সড়কে গায়েবি জানাজা। বেঁচে থাকলে তো সড়কটি চলাচল করার মতো