সৌরভ বলছেন, সব সময় মাস্ক পরা সম্ভব নয়
করোনা আক্রান্ত ঋশব পন্তের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলী। পন্তের করোনা পজেটিভ নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। ইংল্যান্ডে এই সময়টায় পন্তদের ঘোরাঘুরিতে কোনো দোষও দেখছেন না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি। সৌরভ মনে করেন, সব সময় মাস্ক পরে থাকা সম্ভব নয়!