মাহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। ‘৮৩’ ছবিতে কপিল দেবের চরিত্রে রণবীর সিং। ‘আজহার’ ছবিতে আজহার উদ্দিনের চরিত্রে ইমরান হাশমি। এবার তৈরি হচ্ছে সৌরভ গাঙ্গুলীর জীবনী নিয়ে ছবি, আর সেই ছবিতে সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ব্যাপক আলোচনা আর রহস্য তৈরি হয়েছে। অবশেষে ভারতীয় গণমাধ্যম বলছে, খুব বড় কিছু এদিক-ওদিক না হলে ভারতের অন্যতম সেরা এই অধিনায়কের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। এর আগে খবর প্রকাশ হয়েছিল যে সৌরভের চরিত্রে অভিনয় করতে পারেন ঋতিক রোশন। কিন্তু পরে জানা যায়, তা হচ্ছে না। এরপর সম্ভাব্য তালিকয়া চলে আসে বেশ কয়েকজনের নাম। তবে সৌরভ জানিয়েছেন অভিনেতা হিসেবে রণবীরকেই বেশি পছন্দ তাঁর। রণবীরের অবশ্য এর আগেও বায়োপিক করার অভিজ্ঞতা আছে। সঞ্জয় দত্তের চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় মন ভরিয়েছে দর্শকের। ছবিটা বক্স অফিসেও হিট হয়েছে। নিজেকে পর্দার সঞ্জয় দত্ত করে তুলতে পরিশ্রমের কোনো ত্রুটি রাখেননি রণবীর। সৌরভের বায়োপিকটাও রণবীর চ্যালেঞ্জ হিসেবে নেবেন এটা বলাই যায়।
হিন্দি সিনেমাজগতের অন্যতম বড় ব্র্যান্ড ভায়াকম প্রোডাকশন প্রায় ২৫০ কোটি টাকার মতো বাজেট নিয়ে নামছে সৌরভের বায়োপিক করার জন্য। অভিষেক টেস্টে সেঞ্চুরি থেকে ন্যাটওয়েস্ট জয়ের পর লর্ডসের গ্যালারিতেই জামা খুলে ওড়ানো এমনকি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত সিনেমায় দেখানো হতে পারে সৌরভের এই বায়োপিকে।
বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা এই অধিনায়কের বায়োপিকটাও অন্যতম সেরা হয়ে থাকবে। সৌরভ নিজে অবশ্য এ নিয়ে কিছু বলতে চাননি। ভারতীয় মিডিয়া বলছে, সমস্ত কিছু চূড়ান্ত হওয়ার পথে। কিছুদিনের মধ্যে চুক্তিতেই সই হয়ে যাবে। যেহেতু এখনো চুক্তি সই হয়নি, তাই সৌরভ এটা নিয়ে এখনো কিছু বলতে চাইছেন না।
সৌরভের বায়োপিক নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। বছর তিনেক আগে প্রযোজক একতা কাপুর নিজে সৌরভের বাড়িতে এসেছিলেন। একতা খুব করে চাইছিলেন সৌরভের বায়োপিক করতে। কিন্তু সৌরভ তখন না করে দিয়েছিলেন। পরে সৌরভ বলেছিলেন, ‘আমাকে ফক্সও অফার করেছিল। এর বাইরেও বেশ কয়েকটা অফার আমার কাছে রয়েছে। এখনই এটা নিয়ে ভাবছি না।’ তবে এবার আর সৌরভ না করেননি।
মাহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। ‘৮৩’ ছবিতে কপিল দেবের চরিত্রে রণবীর সিং। ‘আজহার’ ছবিতে আজহার উদ্দিনের চরিত্রে ইমরান হাশমি। এবার তৈরি হচ্ছে সৌরভ গাঙ্গুলীর জীবনী নিয়ে ছবি, আর সেই ছবিতে সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ব্যাপক আলোচনা আর রহস্য তৈরি হয়েছে। অবশেষে ভারতীয় গণমাধ্যম বলছে, খুব বড় কিছু এদিক-ওদিক না হলে ভারতের অন্যতম সেরা এই অধিনায়কের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। এর আগে খবর প্রকাশ হয়েছিল যে সৌরভের চরিত্রে অভিনয় করতে পারেন ঋতিক রোশন। কিন্তু পরে জানা যায়, তা হচ্ছে না। এরপর সম্ভাব্য তালিকয়া চলে আসে বেশ কয়েকজনের নাম। তবে সৌরভ জানিয়েছেন অভিনেতা হিসেবে রণবীরকেই বেশি পছন্দ তাঁর। রণবীরের অবশ্য এর আগেও বায়োপিক করার অভিজ্ঞতা আছে। সঞ্জয় দত্তের চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় মন ভরিয়েছে দর্শকের। ছবিটা বক্স অফিসেও হিট হয়েছে। নিজেকে পর্দার সঞ্জয় দত্ত করে তুলতে পরিশ্রমের কোনো ত্রুটি রাখেননি রণবীর। সৌরভের বায়োপিকটাও রণবীর চ্যালেঞ্জ হিসেবে নেবেন এটা বলাই যায়।
হিন্দি সিনেমাজগতের অন্যতম বড় ব্র্যান্ড ভায়াকম প্রোডাকশন প্রায় ২৫০ কোটি টাকার মতো বাজেট নিয়ে নামছে সৌরভের বায়োপিক করার জন্য। অভিষেক টেস্টে সেঞ্চুরি থেকে ন্যাটওয়েস্ট জয়ের পর লর্ডসের গ্যালারিতেই জামা খুলে ওড়ানো এমনকি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত সিনেমায় দেখানো হতে পারে সৌরভের এই বায়োপিকে।
বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা এই অধিনায়কের বায়োপিকটাও অন্যতম সেরা হয়ে থাকবে। সৌরভ নিজে অবশ্য এ নিয়ে কিছু বলতে চাননি। ভারতীয় মিডিয়া বলছে, সমস্ত কিছু চূড়ান্ত হওয়ার পথে। কিছুদিনের মধ্যে চুক্তিতেই সই হয়ে যাবে। যেহেতু এখনো চুক্তি সই হয়নি, তাই সৌরভ এটা নিয়ে এখনো কিছু বলতে চাইছেন না।
সৌরভের বায়োপিক নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। বছর তিনেক আগে প্রযোজক একতা কাপুর নিজে সৌরভের বাড়িতে এসেছিলেন। একতা খুব করে চাইছিলেন সৌরভের বায়োপিক করতে। কিন্তু সৌরভ তখন না করে দিয়েছিলেন। পরে সৌরভ বলেছিলেন, ‘আমাকে ফক্সও অফার করেছিল। এর বাইরেও বেশ কয়েকটা অফার আমার কাছে রয়েছে। এখনই এটা নিয়ে ভাবছি না।’ তবে এবার আর সৌরভ না করেননি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
৭ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১০ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১৭ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১৭ ঘণ্টা আগে