রোপণ একবার ফলন পাঁচবার
একবার একটি ধানগাছ রোপণ করে একই গাছ থেকে পাঁচবার ফলন পাওয়া গেছে। প্রথমবারের মতো বোরো জাতের এই নতুন ধানগাছ উদ্ভাবন করে চমক সৃষ্টি করেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী, যা এখন দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে।