Ajker Patrika

২৬ বছরেও খোঁজ মেলেনি বাবার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ৩২
২৬ বছরেও খোঁজ মেলেনি বাবার

ঘটনাটি ১৯৯৫ সালের ১৬ ডিসেম্বরের। আমার বয়স তখন চার বছর। ঢাকায় যাওয়ার পথে গাড়িসহ নিখোঁজ হোন বাবা। এরপর কেটে গেছে ২৬টি বছর। তবু ফিরে পেলাম না বাবাকে। বাবা হারানোর ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছি।

কথাগুলো বলছিলেন নিখোঁজ আব্দুল হান্নানের পুত্র শফিউল আলম সৌরভ। হান্নান মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়ার বাসিন্দা মৃত আব্দুল ছত্তারের বড় ছেলে। হান্নানের সঙ্গে গাড়ি চালক জুড়ী মনতৈল গ্রামের বাসিন্দা গিয়াস মিয়াও নিখোঁজ হন।

আব্দুল হান্নানের পরিবার সূত্রে জানা যায়, সে সময় ১৬ ডিসেম্বর ঢাকা থেকে মৌলভীবাজারের মাধবকুণ্ডে আসেন সাতজন লোক। ফেরার পথে ওই তাঁরা কুলাউড়ার উত্তরবাজারের মাইক্রোবাস স্ট্যান্ডে ঢাকার উদ্দেশে মাইক্রোবাস ভাড়ার জন্য খোঁজেন। এ সময় হান্নানের গাড়ি চালক গিয়াস মিয়ার সঙ্গে কথা হয়। আব্দুল হান্নান ও গিয়াস মিয়া ৩ হাজার ৫০০ টাকা ভাড়ার বিনিময়ে তাঁদের ঢাকায় নিয়ে যাওয়ার চুক্তি করেন।হান্নান তাঁর বাড়িতে বলে যান ঢাকায় যাত্রী নিয়ে যাচ্ছেন। পরদিন চলে আসবেন। কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও চালকসহ আব্দুল হান্নান আর ফেরেননি।

আব্দুল হান্নানের ছোট ভাই তুতিউর রহমান জানান, ঘটনার দু’দিন পর অনুমান করা হয় তাঁরা অপহরণ হয়। পরে কুলাউড়া থানায় জিডি করা হয়। পরে মামলাও দায়ের করেন। মামলাটি পরে ডিবি মৌলভীবাজারে স্থানান্তরিত হয়। ডিবি থেকে মামলাটি সিআইডিতে স্থানান্তরিত করা হয়।

সিআইডি মৌলভীবাজার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (সাব ইন্সপেক্টর) বিকাশ চন্দ্র দাশ মোবাইলে বলেন, ঘটনাটি অনেক আগের।ওই সময় দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মামলাটির প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন হয়তো। আদালতে বিষয়টি খোঁজ নিলে মামলার পুরো ব্যাপারটি জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত