বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করল বিএসএফ
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে তাঁদের দেখতে পান স্থানীয়রা। ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আব্দুল মোতালেব জানান, ওই সাতজনকে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। পরে জানা যায়, তাঁরা অনেক আগেই বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন