পেটব্যথা নিয়ে হাসপাতালে, অস্ত্রোপচারে বেরোল ২৫ ইঞ্চির জীবন্ত কুঁচিয়া
প্রচণ্ড পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ৫৫ বছর বয়সী সমরা মুন্ডা। চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষার পর তাঁর তলপেটে অস্বাভাবিক কিছু দেখতে পান। এরপর অস্ত্রোপচার করে দেখা যায়, সমরা মুন্ডার পেটের ভেতর প্রায় ২৫ ইঞ্চি লম্বা একটি জীবন্ত কুঁচিয়া নড়াচড়া করছে। এরপর সেটি সফলভাবে বের করে আনা হয়।