১০০ পেরিয়ে খুশি সুস্মিতা
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সুস্মিতা দে। প্রথম অভিনয় করেন ‘অপরাজিতা অপু’ সিরিয়ালে অপু চরিত্রে। প্রথম কাজেই পরিচিতি পেয়েছিলেন তিনি। এরপর অভিনয় করেন ‘বধূ কোন আলো লাগল চোখে’, ‘রাগে অনুরাগে’, ‘মন নিয়ে কাছাকাছি’ ও ‘অগ্নিজাল’ ধারাবাহিকগুলোতে।