সিডনিতে চনমনে বাংলাদেশ
স্থানীয় সময় বেলা ১০টার দিকে হোবার্ট বিমানবন্দরে বাংলাদেশ দলের অস্ট্রেলীয় লিয়াজোঁ কর্মকর্তাকে দেখে এক সাংবাদিক জানতে চাইলেন, দল কি এখনো হোটেলে? ‘হ্যাঁ, এত দ্রুত এসে কী করবে? কাল (পরশু) ওরা জিতেছে, রাতে মজা করেছে। এখনো হয়তো ঘুমোচ্ছে। আসবে ফ্লাইটের আধা ঘণ্টা আগে’—ভদ্রলোকের কণ্ঠে রসিকতার সুর।