পরীমণির বন্ধুর তালিকায় পুলিশ, ব্যাংকার, ব্যবসায়ী
পরীমণি গ্রেপ্তারের পর এই মামলার তদন্ত আদৌ এগোবে কি না, তা নিয়ে শুরুতেই সংশয় দেখা দিয়েছে। পরীমণির বন্ধুর তালিকায় রয়েছেন পুলিশ, ব্যাংকার, ব্যবসায়ীসহ অনেক প্রভাবশালী ব্যক্তি। অনেকেই বলছেন, এসব প্রভাবশালীর চাপে এ তদন্ত খুব বেশি দূর এগোবে না।