মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাওয়া গেছে অজ্ঞাত জাতের সাপ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাওয়া গেছে একটি বিরল প্রজাতির সাপ। উদ্ধার হওয়া এই সাপটি প্রথমবারের মতো শ্রীমঙ্গলে দেখা মিলেছে। শ্রীমঙ্গলের কেউ এর নাম বলতে পারেননি। পরে উদ্ধার হওয়া সাপটির ছবি গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের হারপেটোলজিস্ট ও সর্প বিশেষজ্ঞ মো. : সোহেল রানার কাছে এটির ছবি পাঠালে বলেন,