Ajker Patrika

চা বাগান থেকে গ্রিন পিট ভাইপার উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
চা বাগান থেকে গ্রিন পিট ভাইপার উদ্ধার

চা বাগানে একটি ফুলগাছে বিষধর সবুজ পিট ভাইপার নামের একটি সাপ পাওয়া গিয়েছে। আজ সোমবার বিকেলে মৌলভীবাজার শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোর ফুল বাগানে সাপটিকে দেখা যায়। চা বাগান থেকে উদ্ধার করে সাপটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে।

জানা যায়, চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোর ফুল বাগানে কাজ করছিলেন মালি। এমন সময় বাগানের ফুলগাছে তিনি সাপটিকে ঝুলে থাকতে দেখেন। আতঙ্কিত মালি তখন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে মুঠোফোনে যোগাযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফাউন্ডেশনের পরিচালক সজল দেব স্বপন। এরপর অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। 

ফাউন্ডেশনের পরিচালক সজল দেব স্বপন বলেন, এই সাপটি বাংলাদেশের দু-চার ধরনের বিষধর সাপের মধ্যে অন্যতম। এই সাপ মানুষের মুখে মাথায় এবং গায়ে দংশন করে। সাপটি একটি কাঠবিড়ালি খেয়ে নড়াচড়া করতে পারছিল না, পরে বমি করে বের করে দিয়েছে। 

তিনি আরও জানান, সবুজ বোড়া বা গ্রিন ভাইপার সাপকে স্থানীয়ভাবে গাল টাউয়া সাপও বলে। এর মাথার অংশ মোটা বলে এই নামকরণ। এই জাতের মোট ছয়টি প্রজাতি বাংলাদেশে দেখা যায়। এই সাপ সাধারণত সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে দেখা যায়। সবুজের মধ্যে মিশে থাকে তাই মাঝে মাঝে চা বাগান এলাকায় দেখা যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত