সাতক্ষীরায় মাছচাষিদের ক্ষতি ৬৩ কোটি টাকা
সাতক্ষীরায় অতিবৃষ্টি ও নদীর বেড়িবাঁধ ভেঙে হাজারো ঘের প্লাবিত হয়েছে। মৎস্যঘের ভেসে যাওয়ায় মাথায় হাত উঠেছে চাষিদের। মৎস্য অধিদপ্তর বলছে, এ বছর জেলায় ৮৫ হাজার হেক্টর জমিতে মাছ চাষ হয়েছে, যার মধ্যে ভেসে গেছে ৫ হাজার হেক্টর ঘেরের মাছ। ক্ষতির পরিমাণ ৬৩ কোটি টাকা।