সাগর ‘ইজারা’ দিয়েছেন এমপি
‘শাহজুল মীর ৬ লাখ টাহায় চর হেয়ার ইজারা আনছে এমপির থেহে। আর এই চরে আমরা ঘেরা জাল দিয়ে মাছ ধরমু। তাতে শাহজুল মীররে ৯০ হাজার টাহা দেতে হইছে। এই জ্যৈষ্ঠ মাসে টাহা দিছি, সামনের জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ধরমু। আর গত বছর দিছিলাম ৬০ হাজার, তার আগে দিছি ৩৫ হাজার।’