আলাদিনের চেরাগ
কোনো সন্দেহ নেই, আমাদের দেশের রাজনীতির মাঠে আলাদিনের চেরাগ পাওয়া যায়। শুধু একটু খুঁজতে জানতে হয়। যিনি সেই চেরাগের সন্ধান পেয়ে যান, তাঁরই পোয়াবারো। শূন্য থেকে তিনি হয়ে যান কোটিপতি। রাজনীতির খোঁজখবর যাঁরা রাখেন, তাঁরা দেখতে পান, আজ যাঁর আর্থিক অবস্থা দোদুল্যমান, কালই তিনি পেয়ে যান কোটি টাকার নির্ভরতা।