সমাজ থেকে দূর হোক সব অসংগতি
প্রতিনিয়ত আমরা যেসব ঘটনা দেখি, সেগুলোর সারাংশই আমাদের মনোজগতে গেঁথে থাকে। যদি আমাদের সমাজে ভালো কিছু ঘটনা ঘটে, যা সমাজের জন্য অতিপ্রয়োজনীয়, মানুষের কষ্ট লাঘব করে, ক্ষুধা-দারিদ্র্য দূর করে, জ্ঞানের উদ্রেক করে, তবে সেই সব ভালো ঘটনাই মনোজগতে থেকে যাবে।
যদি আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে অস্বাভাবিক কো