আশুলিয়ায় সংঘর্ষে নারী পোশাককর্মী নিহত: আজও বন্ধ ২৫ কারখানা
শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে এক নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় গতকাল মঙ্গলবার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে উত্তেজনা দেখা দিলেও আজ বুধবার পরিস্থিতি শান্ত রয়েছে। সকাল থেকে প্রায় সব কারখানাই খোলা ছিল। শ্রমিকেরাও কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ করেছেন। তবে ২৫ কারখানায় আজ উৎপাদন বন্ধ ছিল।