যার জন্য আজকের টেলর সুইফট, তাঁর মৃত্যুতেই নিশ্চুপ!
শুধু নিজের দেশ নয়, সারা বিশ্বই মাতিয়ে বেড়াচ্ছেন মার্কিন পপ সম্রাজ্ঞী টেইলর সুইফট। তরুণ প্রজন্মের মধ্যে তাঁর জনপ্রিয়তা এমন আকাশচুম্বী যে, ‘সুইফটি’ নামে অক্সফোর্ড অভিধানে একটি শব্দই যোগ করতে হয়েছে। মূলত সুইফটের ভক্তদেরই এই শব্দটি দিয়ে চিহ্নিত করা হয়।