Ajker Patrika

শিরোনামহীনের ‘বাতিঘর’ আর্কের ‘অর্ধাঙ্গিনী’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮: ০৮
শিরোনামহীনের ‘বাতিঘর’ আর্কের ‘অর্ধাঙ্গিনী’

গত বছর থেকেই ব্যান্ড সংগীতে ফিরেছে পুরোনো আমেজ। কনসার্টে ব্যস্ত সময় পার করার পাশাপাশি নতুন গান ও অ্যালবাম নিয়ে আসছে ব্যান্ডগুলো। এ বছর নিজেদের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’ প্রকাশ করছে শিরোনামহীন। ২২ ফেব্রুয়ারি শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে এই অ্যালবামের টাইটেল ট্র্যাক। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে গানটির টিজার।

বাতিঘরে থাকছে মোট ১০টি গান। গানগুলো প্রকাশ করা হবে মিউজিক ভিডিও আকারে। ইতিমধ্যে শেষ হয়েছে বেশির ভাগ গানের শুটিং। গানগুলোর শুটিং করা হয়েছে দেশের বাইরে। এই অ্যালবামে থাকছে ব্যান্ডটির জনপ্রিয় গান ‘এই অবেলায়’-এর সিক্যুয়াল ‘এই অবেলায়-২’। নতুন অ্যালবাম নিয়ে শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান বলেন, ‘সব গান হবে আনপ্লাগড। একেবারে অ্যাকুয়াস্টিক সাউন্ড পাবে শ্রোতারা। আমরা গানে অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। শ্রোতারা যেন প্রতিটি ইনস্ট্রুমেন্টের লাইভ ভার্সন শুনতে পারে, সে জন্যই এই উদ্যোগ।’

এদিকে দীর্ঘ সময় পর পুরোনো ব্যস্ততা ফিরেছে নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড আর্কের। বছরের শুরু থেকেই ঢাকা ও ঢাকার বাইরে কনসার্টে ব্যস্ত সময় পার করছে দলটি। রোজা শুরু হওয়ার আগপর্যন্ত কনসার্টে টানা ব্যস্ততা রয়েছে আর্কের। এবার নতুন গান নিয়ে আসছে আর্ক। আগামী রোজার ঈদে জি সিরিজের ব্যানার থেকে প্রকাশ পাবে ব্যান্ডটির নতুন গান ‘অর্ধাঙ্গিনী’। ২০১৯ সালে অর্ধাঙ্গিনী গানটি প্রকাশ করার কথা ছিল। সে সময় নতুন এই গান নিয়ে আর্কের ভোকাল হাসান বলেছিলেন, ‘স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে হারানোর বেদনা, ভুল বোঝাবুঝি নিয়েই আমাদের এই গান। গানের কথা, সুর ও মিউজিক মিলিয়ে শ্রোতারা নতুন এক স্বাদ পাবে।’

নানা জটিলতার কারণে সে সময় অর্ধাঙ্গিনী প্রকাশ পায়নি। অবশেষে শ্রোতাদের সামনে গানটি নিয়ে আসছে আর্ক। জানা গেছে, অর্ধাঙ্গিনী ছাড়াও বেশ কয়েকটি নতুন গান প্রস্তুত করেছে ব্যান্ডটি। পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত