Ajker Patrika

মুজার সঙ্গে কনার গান ‘ডানে বামে’

মুজার সঙ্গে কনার গান  ‘ডানে বামে’

তশিবার সঙ্গে ‘নয়া দামান’ দিয়ে বাংলা গানে নিজের শক্তিমান উপস্থিতির জানান দিয়েছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি শিল্পী মুজা। এরপর হাবিব ওয়াহিদ ও জেফারের সঙ্গে গান গেয়েও পেয়েছেন সাফল্য। এবার এই সংগীত পরিচালক ও প্রযোজক জুটি বাঁধলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার সঙ্গে। গতকাল সন্ধ্যায় মুজার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে কনা ও মুজার প্রথম গান ‘ডানে বামে’। গান লিখেছেন বাঁধন। তাঁকে সহযোগিতা করেছেন মুজা ও কনা। প্রযোজনা ও সংগীতায়োজন করেছেন মুজা।

কনা বলেন, ‘হঠাৎ করেই ডানে বামে গানটি করা হয়েছে। মুজার সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল। কাইনেটিক মিউজিকের মাধ্যমে তাঁর সঙ্গে আমার পরিচয়। গত বছর যুক্তরাষ্ট্র সফরে গেলে সে আমাকে বলল, আপু, তোমার জন্য একটি গান রেডি করেছি। গানের মিউজিক ও রিদম পার্ট শুনে ভালো লাগে আমার। আমরা গানটি করার বিষয়ে একমত হই। এরপর লেখা হয় গানের কথা। যুক্তরাষ্ট্রে কাইনেটিকের অফিসে মুজার একটি স্টুডিও আছে। সেখানেই হয়েছে গানের রেকর্ডিং। এরপর গত ডিসেম্বরে মিউজিক ভিডিওর শুটিং হয়।’

গানটির গীতিকার হিসেবে রয়েছে বাঁধন, মুজা ও কনার নাম। এ প্রসঙ্গে কনা বলেন, ‘পুরো গানটি লিখেছেন বাঁধন। মুজার গানগুলো সাধারণত বাঁধনই লেখেন। আমি কিছু কিছু জায়গা ঠিক করে দিয়েছি। বলা যায় একটু সহায়তা করেছি।’

মুজার সঙ্গে আরও গানের পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে কনা বলেন, ‘আজই (গতকাল) তো গানটি প্রকাশ পেল। নতুন গান নিয়ে এখনো কোনো পরিকল্পনা করিনি। দর্শক যদি আমাদের গান পছন্দ করে, সে ক্ষেত্রে আরও গান আসতেও পারে।’

গানের ভিডিওতে দেখা গেছে কনা ও মুজাকে। হৃদি শেখের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিওটি বানিয়েছেন পার্থ শেখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত