এবারও স্বপ্নরাজে স্বপ্ন খামারির
সাদা-কালো ডোরাকাটা ফিজিয়ান জাতের ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘স্বপ্নরাজ’। পাবনার চাটমোহরের হান্ডিয়ালের বাঘইলবাড়ী মধ্যপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক বাবুর খামারে রয়েছে এটি। মোজাম্মেলের দাবি, ছয় দাঁতওয়ালা গরুটির ওজন হবে অন্তত ৩৬ মণ। বিক্রির জন্য তিনি দাম হাঁকছেন ২০ লাখ টাকা।