ছাত্রীর শ্লীলতাহানির দায়ে শিক্ষকের কারাদণ্ড
রাজশাহীতে ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে কোচিং সেন্টারের এক শিক্ষককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।