নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বিজয় সরণি এলাকায় এক শিক্ষার্থীকে মা ডেকে ভাড়া শেয়ার করার প্রস্তাব দেন এক বৃদ্ধ। সিএনজি অটোরিকশায় করে তাঁরা এক স্থানে যাওয়ার সময় শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার থানায় অভিযোগ করলে আমীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা-পুলিশ। ভুক্তভোগী একটি বেসরকারি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী।
আজ রাতে এ তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোহম্মদ মহসীন।
ওসি বলেন, গতকাল সোমবার বিকেলে ওই শিক্ষার্থী বাসায় ফেরার জন্য ফার্মগেটে অপেক্ষা করছিলেন। এ সময় আমির হোসেনও ওই স্থানে ছিলেন। আমির হোসেন ভাড়া শেয়ার করে যৌথভাবে সিএনজি অটোরিকশায় যাওয়ার প্রস্তাব দেন। যৌথভাবে গেলে ভাড়া কম লাগবে তাই ওই শিক্ষার্থী রাজি হন।
ওসি আরও বলেন, আমির হোসেন ‘মা’ ডাকায় ওই শিক্ষার্থী আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু গাড়িতে উঠেই আমির শিক্ষার্থীর গায়ের স্পর্শকাতর স্থানে হাত দেন। গন্তব্যে পৌঁছে আমির নিজেই পুরো ভাড়া দিয়ে দেন এবং তাঁর মোবাইল নম্বর দেন। ভুক্তভোগী লোকলজ্জায় কাউকে কিছু বলেননি।
আজ বিকেলে আমির হোসেন তাঁকে ফোনকল করে আবার একসঙ্গে যাওয়ার প্রস্তাব দেন। শিক্ষার্থী পরে পুলিশের কাছে অভিযোগ দিলে তেজগাঁও থানার ফার্মগেট মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মোহম্মদ মহসীন।
রাজধানীর বিজয় সরণি এলাকায় এক শিক্ষার্থীকে মা ডেকে ভাড়া শেয়ার করার প্রস্তাব দেন এক বৃদ্ধ। সিএনজি অটোরিকশায় করে তাঁরা এক স্থানে যাওয়ার সময় শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার থানায় অভিযোগ করলে আমীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা-পুলিশ। ভুক্তভোগী একটি বেসরকারি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী।
আজ রাতে এ তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোহম্মদ মহসীন।
ওসি বলেন, গতকাল সোমবার বিকেলে ওই শিক্ষার্থী বাসায় ফেরার জন্য ফার্মগেটে অপেক্ষা করছিলেন। এ সময় আমির হোসেনও ওই স্থানে ছিলেন। আমির হোসেন ভাড়া শেয়ার করে যৌথভাবে সিএনজি অটোরিকশায় যাওয়ার প্রস্তাব দেন। যৌথভাবে গেলে ভাড়া কম লাগবে তাই ওই শিক্ষার্থী রাজি হন।
ওসি আরও বলেন, আমির হোসেন ‘মা’ ডাকায় ওই শিক্ষার্থী আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু গাড়িতে উঠেই আমির শিক্ষার্থীর গায়ের স্পর্শকাতর স্থানে হাত দেন। গন্তব্যে পৌঁছে আমির নিজেই পুরো ভাড়া দিয়ে দেন এবং তাঁর মোবাইল নম্বর দেন। ভুক্তভোগী লোকলজ্জায় কাউকে কিছু বলেননি।
আজ বিকেলে আমির হোসেন তাঁকে ফোনকল করে আবার একসঙ্গে যাওয়ার প্রস্তাব দেন। শিক্ষার্থী পরে পুলিশের কাছে অভিযোগ দিলে তেজগাঁও থানার ফার্মগেট মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মোহম্মদ মহসীন।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
৩২ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
৩৫ মিনিট আগে