প্রেসিডেন্ট পালানোর সময় পিয়ানো বাজাচ্ছিলেন পুলিশ
কথায় আছে, ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কাকে ‘বাঁচাতে’ দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে গত বছর উৎখাত করেন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট প্যালেস থেকে পালাতে বাধ্য হন তিনি। ক্ষমতা হারিয়ে সাবেক প্রেসিডেন্টের ঘোর সর্বনাশ হলেও আশার আলো দেখতে পায় জনগণ।