একটি ঘর চান জবিলা খাতুন
জরাজীর্ণ একটি ঝুপড়িঘরে দিন কাটছে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের উত্তর মাটিয়াকুড়া গ্রামের বৃদ্ধা জবিলা খাতুনের (৯২)। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি, বিছানায় শুয়ে-বসে দিন কাটে তাঁর; কিন্তু সামান্য ঝড়-বৃষ্টিতে ওই জরাজীর্ণ ঘরে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন তিনি