সংসারের হাল ধরেছে শিশু আরমান
বাবার একার উপার্জনে সংসার চলে না। তাই সংসারের হাল ধরেছে শিশু আরমান। এখন সে ঝাল মুড়ি বিক্রেতা। মাগুরার শ্রীপুর উপজেলার কুমার নদের ব্রিজের ওপর প্রতিনিয়ত দেখা মেলে তার। প্রতিদিন বিকেলে সে ভ্যানে ঝাল মুড়ির পাশাপাশি আমড়া, বাদাম ও জলপাইয়ের আচারের পসরা সাজিয়ে বিক্রি করে।