‘খুঁজলেও লাভ হবে না, সি ইজ ডেড’
‘স্কুলে এমপির বৃত্তির টাকা দিব কইয়া আমারে ফোন দিছে। মেয়েটারে ঘুম থাইকা তোইলা দিয়া স্কুলে পাঠাইছি। কিন্তু টাকা দেওয়ার কথা কইয়া আমার মেয়েডারে অপহরণ করছে। পুলিশ, র্যাবরে জানাইছি, কিন্তু ঘটনার ছয় দিন পার অইয়া গেল, আমার মেয়েডার অহনো কোনো খোঁজ পাইলাম না...