বিধ্বস্ত স্লুইসগেটে আটকে সফল
শেরপুরের ঝিনাইগাতীর মালিঝি নদীর ওপর নির্মিত স্লুইসগেটটি প্রায় তিন যুগেরও বেশি সময় হলো পাহাড়ি ঢলে বিধ্বস্ত হয়েছে। এতে কৃষকেরা বঞ্চিত হচ্ছেন স্লুইসগেটের সুফল থেকে। স্লুইসগেটটি সংস্কার, পুনর্নির্মাণ বা এখানে একটি রাবার ড্যাম নির্মাণের দাবি কৃষকদের। কিন্তু এখনো এ বিষয়ে নেওয়া হয়নি কোনো উদ্যোগ।