সেদ্ধ ডিমের স্নোম্যান
তোমরা তো জানোই বিভিন্ন দেশে শীতকালে তুষারপাত হয়। যখন অনেক তুষারপাত হয়, তখন সেখানকার শিশুরা বরফ মুঠো করে করে স্নোম্যান বানায়। স্নোম্যান দেখতে কেমন হয় তা তো তোমরা জানোই। বিভিন্ন কার্টুন বা গল্পের বইয়ের পাতায় তো দেখেছ নিশ্চয়ই। আমাদের দেশে তো আর তুষারপাত হয় না, তাই তুমি চাইলেই বানাতে পারবে, তা তো নয়। তব