‘এই সময়টা তো আর আসবে না’
চৈত্রের তাপদাহ। প্রচণ্ড গরম। রমনা পার্কে বসে বারবার পানি পান করছে শিউলী আক্তার। স্বামী আল-আমিন ও একমাত্র সন্তান নিয়ে পার্কে এসেছেন বেড়াতে। মূলত ছেলের জন্যই এই গরম উপক্ষা করে বের হওয়া তাঁদের। শিউলী ও আল-আমিনের মতে, ঈদের মুহূর্তগুলো তো আর বারবার আসবে না। তাই যতই গরম হোক—বাইরের খোলামেলা কোথাও বেড়াতে নি