শিশুর সুরক্ষায় মায়ের ভূমিকা
যেভাবে আকর্ষণীয় শিল্পকর্ম দর্শককে অভিভূত করে; শিল্পের পাশাপাশি শিল্পীও প্রশংসা কুড়ান, তেমনি একজন মা শিল্পীর চেয়ে কোনো অংশেই কম নন। তাঁকেও দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে হয়। তিলে তিলে গড়ে তুলতে হয় আদরের সন্তানকে। সন্তানের পরিচর্যার পাশাপাশি চালচলন, আচার-ব্যবহারসহ অন্যান্য শিষ্টাচার শেখানোর গুরুদায়িত্বও