অনলাইন ডেস্ক
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত হয়েছে। রোকেয়া দিবস পালন উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শাহবাগ পর্যন্ত এ ‘দৌড়’ অনুষ্ঠিত হয়। আয়োজনে সহযোগিতা করে বিডি রানার্স।
‘রোকেয়া রান’ সব জড়তা, ক্লান্তি এবং আড়ষ্টতা কাটিয়ে এগিয়ে নিয়ে যাক বহুদূর—এই প্রত্যাশা রেখে কর্মসূচির উদ্বোধন করেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
কর্মসূচিতে তিনি বলেন, ‘আমরা এগিয়ে যাব বহুদূর। একই সঙ্গে রোকেয়ার অনুসারীরা তাঁর স্বপ্নকে বাস্তবায়ন করতে এগিয়ে যাবেন—সেই দিন বেশি দূরে নয় যেদিন পরিবার, সমাজ ও রাষ্ট্রে সমতা প্রতিষ্ঠিত হবে।’
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘রোকেয়া সাখাওয়াত হোসেন এই উপমহাদেশের তথা বিশ্বের একজন নারীবাদী, চিন্তক, দার্শনিক এবং লেখক। তিনি নারীমুক্তির স্বপ্ন আমাদের দেখিয়েছেন। শুধু নারী সমাজের জন্য নয়, বরং নারী–পুরুষ সবাইকে নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ও ভাবনা ছিল রোকেয়ার মধ্যে।’
বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে নারী–পুরুষের সমতা অর্জন এবং সহিংসতামুক্ত পরিবার ও সমাজ গড়ার আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্য শেষে দৌড়ের নিয়ম–নীতি ও রুট সম্পর্কে অবহিত করেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সিউতি সবুর। এরপর সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন ও রোকেয়ার প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রোকেয়া কমিউনিটি রান–এর আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিগ্যাল এইডের সম্পাদক রেখা সাহা।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত হয়েছে। রোকেয়া দিবস পালন উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শাহবাগ পর্যন্ত এ ‘দৌড়’ অনুষ্ঠিত হয়। আয়োজনে সহযোগিতা করে বিডি রানার্স।
‘রোকেয়া রান’ সব জড়তা, ক্লান্তি এবং আড়ষ্টতা কাটিয়ে এগিয়ে নিয়ে যাক বহুদূর—এই প্রত্যাশা রেখে কর্মসূচির উদ্বোধন করেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
কর্মসূচিতে তিনি বলেন, ‘আমরা এগিয়ে যাব বহুদূর। একই সঙ্গে রোকেয়ার অনুসারীরা তাঁর স্বপ্নকে বাস্তবায়ন করতে এগিয়ে যাবেন—সেই দিন বেশি দূরে নয় যেদিন পরিবার, সমাজ ও রাষ্ট্রে সমতা প্রতিষ্ঠিত হবে।’
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘রোকেয়া সাখাওয়াত হোসেন এই উপমহাদেশের তথা বিশ্বের একজন নারীবাদী, চিন্তক, দার্শনিক এবং লেখক। তিনি নারীমুক্তির স্বপ্ন আমাদের দেখিয়েছেন। শুধু নারী সমাজের জন্য নয়, বরং নারী–পুরুষ সবাইকে নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ও ভাবনা ছিল রোকেয়ার মধ্যে।’
বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে নারী–পুরুষের সমতা অর্জন এবং সহিংসতামুক্ত পরিবার ও সমাজ গড়ার আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্য শেষে দৌড়ের নিয়ম–নীতি ও রুট সম্পর্কে অবহিত করেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সিউতি সবুর। এরপর সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন ও রোকেয়ার প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রোকেয়া কমিউনিটি রান–এর আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিগ্যাল এইডের সম্পাদক রেখা সাহা।
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
৫ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
৫ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
৫ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
৫ দিন আগে