ভিন্ন আয়োজন: ফুটবল খেলবে ১০ ব্যান্ড
ব্যান্ড, ব্যান্ডের শিল্পী ও ভক্তদের আরও কাছাকাছি আনতে নানা ধরনের আয়োজন নিয়ে কাজ করছে গেট সেট রক নামের প্রতিষ্ঠান। সম্প্রতি তারা ব্যান্ডশিল্পীদের নিয়ে আয়োজন করছে ফুটবল টুর্নামেন্টের। এবার আর মঞ্চে নয়, শিল্পীরা খেলবেন মাঠে, আর ভক্তরা সরাসরি উপভোগ করতে পারবেন সেই খেলা।