নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে নামছে সন্ধ্যা। সেই সন্ধ্যার সবটুকু আকর্ষণ যেন কেড়ে নিল বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের ইস্ফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তন। দিনভর সুফিবাদ নিয়ে আলাপ শেষে নাদিম কাওয়ালের সুরে সুফি অনুরাগীরা মাতলেন আনন্দধারায়।
ঢাকার বিখ্যাত নাদিম কাওয়াল ও তাঁর দল গেয়ে শোনান একে একে বিখ্যাত শিল্পী নুসরাত ফতেহ আলী খানের ‘আল্লাহু’, মাইজভান্ডারি গান ‘দমে দমে জপ রে মন আল্লাহু’, ‘ও লাল মেরি...মাস্তকালান্দর’, ‘ভরদে জলি মেরি ইয়া মোহাম্মদ’, ‘তাজেদারে হারাম’ ইত্যাদি বিখ্যাত সব গান।
এর আগে সকাল থেকেই ছিল সুফিবাদ নিয়ে আলোচনা-বক্তৃতা। সুফি সংস্কৃতি, সুফিধারা, ঢাকার সুফি, লালন ও ইবনে আরাবি এবং সুফি কবিতা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের মার্কস চিন্তক ও উর্দু কবিতার অনুবাদক জাভেদ হুসেন সুফি কবিতা নিয়ে আলাপ করেন।
কবিতায় আশিক ও মাশুকের কত রং কত যে ধরন, সেগুলো নিয়ে আলাপ করেন জাভেদ। তিনি আশিক-মাশুকের সম্পর্ক নিয়ে মির্জা গালিব, মীর ত্বকি মীর, হাফিজ, ফয়েজ আহমেদ ফয়েজ, শাহ দেহলভিসহ সুফি কবিদের কবিতার উদাহরণ দিয়ে কথা বলেন। তাঁর কথায় উঠে আসে, মির্জা গালিব তাঁর কবিতায় সুফি অরেম নিয়ে বলেন, ‘আমি চিঠি লিখব, তার কোনো কারণ নাই। শুধু চিঠি লিখতে গেলেই তোমার নাম লিখতে হবে। তাই চিঠি লিখি। পত্রবাহক আরেকটি চিঠি আনতে আনতে আরেকটি লিখে রাখি। কারণ, আমি জানি তুমি কী লিখবে। তুমি পড়বে না আমি জানি। তাই চিঠির প্রথমে একটি চোখের ছবি এঁকে দিয়েছি। যাতে তুমি বুঝতে পার যে আমি তোমাকে দেখতে চেয়েছি।’
লালন ও ইবনে আরাবি নিয়ে কথা বলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের রিসার্চ ফেলো ড. গোলাম নবী মজুমদার। আয়োজকদের একজন মীর হুযাইফা আল মামদূহ বলেন, ‘আমরা চেয়েছিলাম উৎসবের মতো করে আয়োজনটি করতে। কিন্তু শেষ পর্যন্ত একাডেমিক এক আলোচনার মধ্য দিয়ে আয়োজনটি হলো। সুফিদের সংস্কৃতির সঙ্গে মানুষের যোগাযোগ বা রাবত করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।’
রাজধানীতে নামছে সন্ধ্যা। সেই সন্ধ্যার সবটুকু আকর্ষণ যেন কেড়ে নিল বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের ইস্ফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তন। দিনভর সুফিবাদ নিয়ে আলাপ শেষে নাদিম কাওয়ালের সুরে সুফি অনুরাগীরা মাতলেন আনন্দধারায়।
ঢাকার বিখ্যাত নাদিম কাওয়াল ও তাঁর দল গেয়ে শোনান একে একে বিখ্যাত শিল্পী নুসরাত ফতেহ আলী খানের ‘আল্লাহু’, মাইজভান্ডারি গান ‘দমে দমে জপ রে মন আল্লাহু’, ‘ও লাল মেরি...মাস্তকালান্দর’, ‘ভরদে জলি মেরি ইয়া মোহাম্মদ’, ‘তাজেদারে হারাম’ ইত্যাদি বিখ্যাত সব গান।
এর আগে সকাল থেকেই ছিল সুফিবাদ নিয়ে আলোচনা-বক্তৃতা। সুফি সংস্কৃতি, সুফিধারা, ঢাকার সুফি, লালন ও ইবনে আরাবি এবং সুফি কবিতা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের মার্কস চিন্তক ও উর্দু কবিতার অনুবাদক জাভেদ হুসেন সুফি কবিতা নিয়ে আলাপ করেন।
কবিতায় আশিক ও মাশুকের কত রং কত যে ধরন, সেগুলো নিয়ে আলাপ করেন জাভেদ। তিনি আশিক-মাশুকের সম্পর্ক নিয়ে মির্জা গালিব, মীর ত্বকি মীর, হাফিজ, ফয়েজ আহমেদ ফয়েজ, শাহ দেহলভিসহ সুফি কবিদের কবিতার উদাহরণ দিয়ে কথা বলেন। তাঁর কথায় উঠে আসে, মির্জা গালিব তাঁর কবিতায় সুফি অরেম নিয়ে বলেন, ‘আমি চিঠি লিখব, তার কোনো কারণ নাই। শুধু চিঠি লিখতে গেলেই তোমার নাম লিখতে হবে। তাই চিঠি লিখি। পত্রবাহক আরেকটি চিঠি আনতে আনতে আরেকটি লিখে রাখি। কারণ, আমি জানি তুমি কী লিখবে। তুমি পড়বে না আমি জানি। তাই চিঠির প্রথমে একটি চোখের ছবি এঁকে দিয়েছি। যাতে তুমি বুঝতে পার যে আমি তোমাকে দেখতে চেয়েছি।’
লালন ও ইবনে আরাবি নিয়ে কথা বলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের রিসার্চ ফেলো ড. গোলাম নবী মজুমদার। আয়োজকদের একজন মীর হুযাইফা আল মামদূহ বলেন, ‘আমরা চেয়েছিলাম উৎসবের মতো করে আয়োজনটি করতে। কিন্তু শেষ পর্যন্ত একাডেমিক এক আলোচনার মধ্য দিয়ে আয়োজনটি হলো। সুফিদের সংস্কৃতির সঙ্গে মানুষের যোগাযোগ বা রাবত করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৬ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৭ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৭ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে