অনশনের চতুর্থ দিন, গ্রাফিতি স্লোগানে ভিসির পদত্যাগ দাবি
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংলগ্ন দেয়ালে মারা গ্রাফিতিগুলোর একটিতে ‘নিয়োগ বিজ্ঞপ্তি, ভিসি পদ ফাঁকা আছে’ লেখা। রাহাত রিজয়ান নামে একজন ফেসবুকে ছবিটি শেয়ার করে লিখেছেন ‘যোগ্যতা: মানুষ হতে হবে, স্থান: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।’