সুনসান ফেরিঘাট, লঞ্চ চলাচল স্বাভাবিক
আগের মত যাত্রী চাপ নেই মাঝিরঘাট ফেরিঘাটে। মাত্র একদিনের ব্যবধানে পাল্টে গেছে পুরো চিত্র। ঘাট এলাকায় নেই যাত্রী, শোরগোল নেই চালক আর স্থানীয় ব্যবসায়ীদের। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার পর থেকে খালি পরে রয়েছে ফেরিঘাটে থাকা একমাত্র এক নম্বর পন্টুনটি