ফিরমিনোর সঙ্গে লিভারপুল ছাড়ছেন যাঁরা
রবার্তো ফিরমিনো লিভারপুল ছাড়ছেন, সেটি নিশ্চিত। চলতি মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়তে পারেন আরও অনেক তারকা। আজ লিভারপুল জানিয়েছে, এই গ্রীষ্মে ফিরমিনো, অ্যালেক্স অক্সালাড-চেম্বারলেইন, নাবি কেইতা ও জেমস মিলনার ক্লাব ছাড়বেন।