ওয়ানডে সেঞ্চুরি রূপান্তরে অনন্য লিটন
রশিদ খানকে সীমানা পার করেই লিটন দাসের মুখে তৃপ্তির হাসি। হেলমেটে চুমু আঁকলেন। ব্যাট ও হেলমেট উঁচিয়ে জবাব দিলেন দর্শকদের অভিবাদনের। প্রায় সাত বছরের ওয়ানডে ক্যারিয়ারে এটা ডানহাতি ওপেনারের পঞ্চম সেঞ্চুরি। শুনলে হয়তো অবাক হবেন, সাত মাসের মধ্যে লিটনকে এমন ছবিতে দেখা গেল চতুর্থবার!